কােরআন বেসিক ইসলাম

রমজানের এক মাসে গোটা কুরআন খতম করার সহজ প্রোডাক্টিভ উপায়

লিখেছেন মিরাজ রহমান

পবিত্র রমজান মাস— মুসলিম জীবনে এই মাসটির গুরুত্ব অপরীসীম। বছরের অন্য সময়ে যে সব মুসলিমরা খুব বেশি একটা আমল-ইবাদত বা কুরআন তিলাওয়াতে মনযোগী থাকেন না, পবিত্র রমজান এলে তারাও মনযোগী হন বিভিন্ন আমলে। ইসলামের দৃষ্টিতে পবিত্র রমজান মাস যেসব কারণে গুরুত্বপূর্ণ তার অন্যতম একটি হলো— এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। বছরের অন্য সময়ে কুরআন তিলাওয়াতের মাধ্যমে যে সাওয়াব অর্জিত হয়, পবিত্র রমজানে সে সাওয়াব আরো বেশি প্রদানের প্রতিশ্রুতি রয়েছে। আর এজন্য মুসলিম সম্প্রদায় এই মাসে অধিকাহারে পবিত্র কুরআন তিলাওয়াতে সময় কাটান। কিন্তু অনেকেই হয়তো সুষম পরিকল্পনার অভাবে ভোগেন, যে এক মাসে কীভাবে গোটা কুরআন একবার বা একাধিকবার খতম বা শেষ করা যায়!

রাসুল (সা.) ও সাহাবা আজমাইনসহ প্রায় সব মুসলিম মনীষীই রমজান মাসে গুরুত্বের সঙ্গে পবিত্র কুরআন তিলাওয়াত করেছেন। ইতিহাস থেকে জানা যায়, কোনো কোনো মনীষী প্রতি রমজানে ১০ বারের বেশিও পবিত্র কুরআন খতম বা শেষ করতেন।

এবার আসুন, পবিত্র রমজানের একমাসে সহজে পবিত্র কুরআন একবার খতম বা শেষ করার প্রোডক্টিভ একটি টিপস বআ উপায় জেনে নেই।

টিপসটি হলো— গোটা কুরআন মোট ৬০০ পৃষ্ঠা। কোনো কোনো সংস্করণে দেখা গেছে ৬১১ পৃষ্ঠা। ৬০০ পৃষ্ঠাকে ৩০ দিয়ে ভাগ করলে হয় ২০ পৃষ্ঠা। আর ২০ পৃষ্ঠাকে ৫ দিয়ে ভাগ করলে হয় ৪ পৃষ্ঠা। অর্থ্যাৎ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমরা। প্রতি ওয়াক্ত নামাজের সময় মাত্র ৪ পৃষ্ঠা করে পবিত্র কুরআন তিলাওয়াত করলেই এক মাসে খুব সহজেই এক খতম কুরআন তিলাওয়াত করা সম্ভব।

পদ্ধতিটাকে আরো সহজ করতে প্রতি নামাজের আগে দুই পৃষ্ঠা এবং পরে দুই পৃষ্ঠা করে পড়ুন। দেখবেন নিমিষেই এগিয়ে যাবে আপনার কুরআন তিলাওয়াত এবং ইনশা আল্লাহ পবিত্র রমজানের এক মাসেই শেষ হবে গোটা কুরআন তিলাওয়াত। যারা আরো বেশি পরিমাণে বা একাধিক খতম দিতে আগ্রহী তারা প্রতি নামাজের সময় হিসেব করে পৃষ্ঠা সংখ্যা বৃদ্ধি করে নিলেই চলবে।

প্রিয় পাঠক! খুব সহজ না? বস্তুতই খুব উপাকারি ও সহজ টিপস। এই টিপসটির ক্ষেত্রে একটি বিষয়কে খুব কঠিন বা শক্তভাবে ম্যানটেইন করতে হবে, আর সেটা হলো— কোনোভাবেই যেন কোনোদিন কোনো নামাজের সময় কুরআন তিলাওয়াতের রুটিন ক্ষুন্ন না হয়। শয়তান বহুভাবে এ নিয়ম বা রূটিন বিনষ্ট করতে চাইবে কিন্তু আপনাকে শক্তভাবে রূটিনটি ম্যানটেইন করে যেতে হবে তাহলেই এক মাসে খুব সহজে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে।

পবিত্র কুরআনের প্রিন্ট কপি সব সময় সাথে রাখা সম্ভব হয় না বা সব স্থানে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। এক্ষেত্রে আপনার মোবাইলে পবিত্র কুরআনের মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড করে নিতে পারেন, যাতে যে কোনো স্থানে নামাজের সময় তিলাওয়াত মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে অন্তত এক খতম কুরআন তিলাওয়াত শেষ করার নেক তাওফিক দান করুন। আমিন।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।