বেসিক ইসলাম রোজা

এ বছর রমজান শুরু হতে পারে ২৪ এপ্রিল এবং ঈদ ২৪ মে

২০২০ সালের পবিত্র রমজানুল মোবারক ২৪ এপ্রিল শুরু হবে বলে আশা ব্যক্ত করেছেন বহু জ্যোতিবিজ্ঞানী। এ বছর দৈনিক ১৫ ঘন্টার কম রোজা পালন করা লাগতে পারে এবং ২৪ মে ঈদুল ফিতর হতে পারে বলে তারা সম্ভাব্য আভাস ব্যক্ত করেছেন। জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের আরব ইউনিয়নের সদস্য ইবরাহীম আল জারওয়ান বলেছেন, ২৪ এপ্রিলই এ বছরের রমজান শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞান থেকে ধারনা লাভ করা যায়।

আল জারওয়ান আমারত আল ইয়াম পত্রিকায় বলেছেন, রমযানের অর্ধচন্দ্রাকার জন্মগ্রহণ করবে ২৩ এ এপ্রিল বৃহস্প্রতিবার সকাল ৬ : ২৬ এ। সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তের উপরে ৩ ডিগ্রী উচ্চতা থাকবে এবং এটি সূর্যাস্তের ২০ মিনিট পরে অবস্থান করবে। জ্যোতির্বিজ্ঞানী দ্বারা বর্ণিত সেই পরিস্থিতিতে ২৩ এপ্রিল সূর্যাস্তের সময় চাঁদটি মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠবে আর এ কারণেই রোজা ২৪ এপ্রিল রোযা আরম্ভ হবে।

আল জারওয়ানের মতে এ বছর রোজার সময় ১৫ ঘন্টার কম হবে। রমজানের প্রথম দিনগুলো রোজার জন্য সবচেয়ে কম সময় হবে। আর সেটা হবে ১৪ ঘন্টা ২৫ মিনিট বা এর একটু বেশিও হতে পারে। দীর্ঘতম রোজার সময় ১৪ ঘন্টা ৫৭ মিনিট হতে পারে, যা পবিত্র মাসের শেষ দিকে আসবে।

আশা করা যায়,  এবছর ৩০ টি রোজা অনুষ্ঠিত হবে। আল জারওয়ান প্রত্যাশা করেছিলেন যে, শাওয়াল মাসের চাঁদটি ২২ এ মে শুক্রবার ২১: ৩৯ -তে জন্মগ্রহণ করবে অর্থাৎ সূর্যাস্তের পরে। সুতরা স্বয়ংক্রিয়ভাবে শনিবার রোজার একটি দিন হবে। এ হিসেব মতে, ঐ দিনচি রমজান মাসের ৩০ তম দিন হবে। সেমতে এ বছর ২৪ মে রবিবারকে শাওয়ালের প্রথম দিন এবং ঈদের দিন হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সূত্র : গলফনিউজ

 

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।