আন্তর্জাতিক সংবাদ

এক বৈঠকে ১৪৪২ জন হাফেজের পুরো কুরআন পাঠ!

পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় ১৪৪২ জন হাফেজে কুরআনকে ফিলিস্তিনের গাজা অঞ্চলে সম্মাননা দেওয়া হয়। গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ।
‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের দ্বিতীয় পর্বে এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ শুনানিতে অংশ গ্রহণ করেন ১৪৪২ জন হাফেজে কুরআন। এর আগে ‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের প্রথম পর্বে ১৪৭১ জন হাফেজ পুরো কোরআন এক বৈঠকে শুনিয়েছিলেন।


ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে

https://youtube.com/shorts/Wvm8NsZW_cY?si=COGulLagw4gwEv8O


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।