তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তানের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মানের একটি ইংরেজি টেলিভিশন চ্যানেল গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই টিভি চ্যানেলটি মূলত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গড়ে ওঠা ইসলামফোবিয়াসহ ইসলামকেন্দ্রিক প্রচারিত বিভিন্ন অপপ্রচার রোধে ভূমিকা রাখবে। এ ছাড়া ইসলাম ও মুসলমানদের ইতিহাস-ঐতিহ্যকে সঠিকভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই হবে এ চ্যানেলের প্রধান লক্ষ্য। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান তার টুইটবার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট এরদোগান, প্রধানমন্ত্রী মাহাথির ও আমি বৈঠক করেছি। যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তিন দেশ যৌথভাবে এটি ইংরেজি ভাষার টিভি চ্যানেল চালু করবে। যেটি ইসলামভীতির মাধ্যমে সৃষ্ট হুমকি মোকাবিলাসহ আমাদের পবিত্র ধর্ম ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরতে ভূমিকা রাখবে।
President Erdogan, PM Mahatir and myself had a meeting today in which we decided our 3 countries would jointly start an English language channel dedicated to confronting the challenges posed by Islamophobia and setting the record straight on our great religion – Islam.
— Imran Khan (@ImranKhanPTI) September 25, 2019
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে সমবেত হয়েছেন বিশ্ব নেতারা। সেখানে অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন বিভিন্ন দেশের বিভিন্ন নেতা ও প্রধান ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় মুসলিম তিন নেতা একটি বৈঠকে মিলিত হন এবং এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ ছাড়া ইমরান খান আরেক টুইটে লিখেছেন, ভুল তথ্যের কারণে বিশ্বব্যাপী যেসব মানুষ মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে সেগুলো শুধরে দিতে হবে। ধর্ম অবমাননার বিষয়টিও সঠিকভাবে তুলে ধরতে হবে সবার সামনে। ইসলাম ও মুসলিম জাতির সঠিক ইতিহাসভিত্তিক সিনেমা তৈরি করে বিশ্বের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে।
সূত্র : গালফনিউজ
ওকে/এমএইচ