জাতীয় সংবাদ

‘তরুণ লেখকদের পথ দেখাবে জাতীয় লেখক পরিষদ’

জাতীয় লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌর শহরের কাজীপাড়াস্থ হজরত কাজী মাহমুদ শাহ মসজিদ কমপ্লেক্স মসজিদের ২য় তলায় জামিয়া ইউনুছিয়ার শিক্ষক মাওলানা ইনআমুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক মুফতি নুরুল্লাহ আল মানসুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠ  সম্পাদক মাহফুজুর রহমান পুষ্প, তরুণ লেখক ও আন নুর বালিকা মাদরাসার পরিচালক মাওলানা ফরহাদ ইসলাম মাসুম, ইকরামুল মারজান চৌধুরী, সাঈদ সালমান, মাহবুবুর রহমান, দারুল উলুম ফজলুল করীম মাদরাসার পরিচালক মাওলানা আল আমীন সিরাজী, হাফেজ জাকারিয়া, হাফেজ শরিফুল ইসলাম, সাকিব আশরাফ, অলিউল্লাহ রায়হান, আব্দুর রহমান, রায়হান উদ্দিন রব্বানী, বশির আহমদ, আবু খালেদ সাকিব, মাহমুদুল হাসান, ওমর ফারুক, জাকারিয়া আহমদ, মাহমুদুল হাসান, ওমর ফারুক, এইচ এম সাকিব ও শাকিল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তরুণ লেখকদের পথ দেখাবে জাতীয় লেখক পরিষদ। সে লক্ষ্যে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পূ্র্বেই সারাদেশে পরিষদ কাজ করছে। লেখকদের আত্ম-উন্নয়নে এমন পরিষদের প্রয়োজনীয়তা অনুভব করছি দীর্ঘদিন ধরে। এখন এ পরিষদ সে প্রয়োজনীয়তা পূরণ করবে। আমরা এ পরিষদের ব্যানারে কাজ করে যাব ইনশাআল্লাহ। সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।