আন্তর্জাতিক সংবাদ

‘মসজিদ কর’ চালু হচ্ছে জার্মানিতে

‘গির্জা কর’ জার্মানির খ্রিষ্টানদের। একই আদলে এবার  মুসলমানদের জন্যও চালু হচ্ছে মসজিদ কর ব্যবস্থা। মসজিদ পরিচালনায় বিদেশি নির্ভরতা কমাতে এমন পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। ‘ডি ভেল্ট’ নামক একটি পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের সদস্য টর্স্টেন ফ্রাই বলেন এসব কথা জানান।

টর্স্টেন ফ্রাই বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ এই পদক্ষেপ বাস্তবায়িত হলে জার্মানির ইসলাম ও মুসলমান বিদেশি রাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবে৷’

মসজিদ করের বিষয়টি নিয়ে বোদ্ধা মহলে মিশ্র আলোচনা চলছে। পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করছেন জার্মানির বোদ্ধাশ্রেণি। জার্মানির জোট সরকারের অংশ সামাজিক গণতন্ত্রী দলের অভ্যন্তরীণ নীতি বিষয়ক প্রধান বুর্কার্ড লিশকা’ও মনে করছেন, ‘মসজিদ কর আরোপ হলে জার্মানিতে ইসলাম ধর্ম আরো স্বাধীন হবে৷’

উল্লেখ্য, জার্মান সরকার ক্যাথলিক ও প্রোটেস্টান্ট ধর্মপালনকারীদের থেকে গির্জা কর সংগ্রহ করে এবং সংগগ্রহকৃত অর্থ আবার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রদান করা হয়। জার্মানিতে মুসলমানদের ক্ষেত্রে এমন কোনো কর আ নির্দিষ্ট আয়ের ব্যবস্থা না থাকায় মসজিদগুলোকে বিভিন্ন দেশ ও ব্যক্তির দানের উপর নির্ভর করতে হয়৷ সরকারি তথ্য বলছে, জার্মানিতে ৪৪ থেকে ৪৭ লাখ মুসলিম বাস করেন৷  জার্মান সরকারের এই মসজিদ কর প্রস্তাবের মূল উদ্দেশ্যই হলো মসজিদগুলোকে পরনির্ভরশীলতা থেকে উদ্ধার করা।

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।

কমেন্টস করুন