জীবন বিধান বিধান

অনুমতি ছাড়া কারো কল রেকর্ড ও প্রচার করা নাজায়েজ

সম্প্রতি বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের আলোচিত একটি বিষয় হলো, কথোপকথনের রেকর্ড ফাঁস। অমুকের সাথে অমুকের গোপন কথোপকথন ফাঁস। অমুকে হত্যার হুমকিদাতার অডিও রেকর্ড ফাঁস- ইত্যকার সংবাদ এখন স্যোসাল ও অনলাইন মিডিয়ার আলোচিত ইস্যু। এমনকি মূল ধারার মিডিয়াতেও ফলাও করে কভারেজ প্রদান করা হচ্ছে এসব নিউজকে। সম্প্রতি বাংলাদেশে ড. কামালকে হত্যার ষড়যন্ত্রের গোপন কথা জানানোর একটি অডিও ফাঁস হয়ে বেশ আলোচিত হয়েছে।

বিশ্বের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপিঠ ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে সম্প্রতি কল রেকর্ড করা এবং তা প্রচার বা প্রকাশ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করা হয়েছে এবং সে ফতোয়ায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, অনুমতি ছাড়া কারো কথোপকথনের অডিও রেকর্ড করা বা কারো পারস্পারিক কথাবার্তা অথবা কলকে রেকর্ড করা সম্পূর্ণরূপে নাজায়েজ। অর্থ্যাৎ ইসলামের দৃষ্টিতে এই কাজটি বৈধ নয়। সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। সুতরাং এহেন কাজ থেকে বিরত থাকার প্রতি গুরাত্বারোপ করেছে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ।


dewband


ভারতের বিখ্যাত বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ থেকে সদ্য প্রকাশিত ১৪৮৩৭০ নং ফতোয়াতে বলা হয়েছে, ‘পরস্পরের মাঝে মোবাইলের মাধ্যমে যেসব কথাবর্তা হয় তা আমানত স্বরুপ। এজন্য অনুমিত ছাড়া ইনকামিং বা আউটগোয়িং কোনো কল রেকর্ড করা যাবে না। সুতরাং অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা এবং তা প্রকাশ করা গোনাহের কাজ। বিশেষত কোনো গোপন কথা- যা একে অপরের মাঝে গোপন রাখার শর্ত আরোপ করা হয় এবং শ্রবণকারীকে আমানতদ্বার ভেবে কথা বলা হয়- এমন কথাবার্তা তো রেকর্ড করা ও প্রকাশ করার প্রশ্নই আসে না। সুতরাং অনুমতি ছাড়া কারো কল রেকর্ড করা এবং তা ভিন্ন খাতে বা নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা নাজায়েজ। এহেন কাজ থেকে মুসলিম হিসেবে বিরত থাকা একান্ত আবশ্যক।

সূত্র : দেওবন্দের ওয়েবসাইট।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।

কমেন্টস করুন