আন্তর্জাতিক সংবাদ

জমজম পানি সব অসুস্থতার নিরাময় : জাপানি বিজ্ঞানী ইমোতো

জাপানি বিজ্ঞানী মাছারু ইমোটো বলেছেন, মুসলিমদের অলৌকিক পানি জমজম কোনো সাধারণ পানি নয়। এই পানিটি সব ধরনের অসুস্থতার নিরাময়। ইমোতো আরো জানান, জমজম পানি নিয়ে দীর্ঘদিন যাবত গবেষণা করছেন তিনি।

ইমোতো ১৯৪৩ সালের জুলাই মাসে জাপানের ইয়োকোহামা শহরে জন্ম গ্রহণ করেন। তিনি ইয়োকোহামা মিউনিসিপাল ইনিভার্সিটি থেকে হিউম্যানিটিস অ্যান্ড সায়েন্সেস বিভাগ আন্তর্জাতিকভাবে স্নাতক লাভ করেন। ১৯৮৬ সালে তিনি টোকিওতে আইএইচএম সংস্থা তৈরি করেছিলেন। ১৯৯২ সালের অক্টোবরে ওপেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডক্টর অব অল্টারনেটিভ মেডিসিন হিসেবে প্রশংসাপত্রও অর্জন করেছিলেন তিনি।

তাঁর গবেষণঅয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে আমাদের ব্যক্তিগত ও সম্মিলিত চেতনা পানির সাথে ব্যাপকভাবে জড়িত। তিনি ‘জল থেকে বার্তা’ সুপরিচিত বইটিও লিখেছিলেন। তিনি ট্রু পাওয়ার অব ওয়াটার অ্যান্ড দ্য হিডেন ম্যাসেজ ইন ওয়াটারের লেখকও।

১৫ বছর ধরে গবেষনা চালানোর পর ‘ম্যাসেজেস ফ্রম ওয়াটার’ নামে একটি ৫ খণ্ডের বই প্রকাশ করেন ইমোতো। তিনি সেখানে লেখেন যে, জমজমের মতো বিশুদ্ধ পানি আর কোথাও নেই। এটি বারবার ব্যবহার করলেও নিজের গুণ বদলায় না। এক বোতল পানির মাঝে এক ফোঁটা জমজমের পানি ফেলে দিলে পুরো বোতলের পানিই জমজমের পানির গুন ধারণ করে। জমজমের পানিকে নিজের দেখা এখন পর্যন্ত সবচাইতে অনন্য পানি বলে স্বীকার করে নেন এই বিজ্ঞানী!

সূত্র : দ্যইসলামিকইনফরমেশন.কম

 

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।