প্রশ্ন : আমি আমাদের দেশের একজন অসহায় ব্যক্তিকে মুসলিম মনে করে জাকাতের কিছু অর্থ দিয়েছি। পরে জানতে পারলাম, সে অমুসলিম। জানার বিষয় হলো, আমার জাকাত কি আদায় হয়েছে, না আবারও তা আদায় করতে হবে?
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে জাকাত আদায় হয়ে গেছে। কেননা কাউকে জাকাতের উপযুক্ত মুসলমান মনে করে জাকাত দেওয়ার পর পরবর্তী সময়ে লোকটি অমুসলিম বলে প্রকাশ পেলেও জাকাত আদায় হয়ে যায়। ওই জাকাত আবার আদায় করতে হয় না। কিন্তু জেনেশুনে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়। জেনেশুনে দিলে জাকাত আদায় হবে না।
[তথ্যসূত্র : হিদায়া ১/২০৭; ইনায়াহ ২/২১৪; রদ্দুল মুহতার ২/৩৫২; খুলাসাতুল ফাতওয়া ১/২৪২]সৌজন্যে : মাসিক আল-কাউসার