প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম রোজা

রমজানে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে?

প্রশ্ন : রমজানে দিনের বেলা কারো যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে?

উত্তর : না। স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না। হাদিসে আছে, আবু সাঈদ খুদরী (রা.) বলেন, নবী করিম (সা.) বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়- বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।

[তথ্যসূত্র : সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬]

সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।