‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার ২০১৮’ নির্বাচিত হয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের তালিকার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার অনলাইন।
প্রতি বছরই ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বিশ্বের সফল ও প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত করেন এবং এর তালিকা প্রকাশ করেন। এই বছরের (২০১৮) সবচেয়ে সফল মুসলিম ব্যক্তিত্ব হিসেবে তাদের মনোনয়ন লাভ করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ম্যাগাজিনটি প্রতি বছর এমন তালিকা করে আসছে। এ বছরের তালিকায় আরও রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়া মাধ্যমে বড় ভূমিকা রাখায় মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন তাদের তালিকায় মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন প্রকাশ করেছে এবং বলেছে যে, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়।
কমেন্টস করুন