আন্তর্জাতিক জীবনী সংবাদ স্কলারস

‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার ২০১৮’ ড. মাহাথির মোহাম্মদ

‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার ২০১৮’ নির্বাচিত হয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের তালিকার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস ও দ্য স্টার অনলাইন

প্রতি বছরই ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বিশ্বের সফল ও প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্ব নির্বাচিত করেন এবং এর তালিকা প্রকাশ করেন। এই বছরের (২০১৮) সবচেয়ে সফল মুসলিম ব্যক্তিত্ব হিসেবে তাদের মনোনয়ন লাভ করেছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ম্যাগাজিনটি প্রতি বছর এমন তালিকা করে আসছে। এ বছরের তালিকায় আরও রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়া মাধ্যমে বড় ভূমিকা রাখায় মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন তিনি। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন তাদের তালিকায় মাহাথিরের অতীত কর্মকাণ্ডেরও মূল্যায়ন প্রকাশ করেছে এবং বলেছে যে, তার নেতৃত্বে মালয়েশিয়া এশিয়ার ‘ইকোনোমিক টাইগারে’ পরিণত হয়।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।

কমেন্টস করুন