আন্তর্জাতিক জীবনী মহীয়সী নারী সংবাদ

বছরের সেরা মুসলিম নারী ফিলিস্তিনের আহেদ তামিমি

‘মুসলিম উইমেন অব দ্য ইয়ার ২০১৮’ নির্বাচিত হয়েছেন ইসরায়েলি সৈন্যর গালে চড় মেরে বিশ্বময় প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিনের তালিকার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস

প্রতি বছর ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন কর্তৃপক্ষ বিশ্বের সফল ও প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের নাম নির্বাচিত করেন এবং তা প্রকাশ করেন। এই বছরের (২০১৮) সবচেয়ে সফল মুসলিম নারী হিসেবে তাদের মনোনয়ন লাভ করেছেন ফিলিস্তিনের কিশোরী আহেদ তামিমি। উল্লেখ্য, ‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড’ ম্যাগাজিন কর্তৃপক্ষ ২০০৯ সাল থেকে প্রতি বছর এমন তালিকা প্রকাশ করে আসছে।

২০১৮ সালের সফল মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ইসরায়েলি সৈন্যদের গালে চড় মেরে সাহসিকতার পরিচয় দিয়ে বিশ্বময় পরিচিতি লাভ করেছিলেন তামিমি। এ কারণেই মূলত ‘উইমেন অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ার তালিকায় স্থান করে নেয় তিনি। মাত্র ১৭ বছর বয়সী এই কিশোরী ফিলিস্তিনের তরুণ প্রজন্মের বিদ্রোহের প্রতীক হিসেবে চিহ্নিত।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসরায়েলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। একপর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এ জন্য তাকে সে সময় গ্রেপ্তার করা হয়। এ বছরের মার্চে বিচার শেষে তামিমিকে আট মাসের কারাদণ্ড দেন ইসরায়েলি আদালত। জুলাই মাসের শেষ নাগাদ তাঁকে মুক্তি দেওয়া হয়।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।

কমেন্টস করুন