আত্মপ্রকাশ ঘটলো অনলাইন জার্নাল ‘চিন্তাধারা ডটকম’-এর । ঢাকাস্থ ফকিরাপুলে অবস্থিত চিন্তাধারা.কম অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়।
চিন্তাধারা ডটকমের প্রকাশক ও নির্বাহী সম্পাদক নূর মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও ব্যাংকার নেসার আতিক, ইনসাফটোয়েন্টিফোর.কম সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, লেখক শামসুর রহমান ওমর, লেখক মুহাম্মাদ ইরফান ও রকমারি ডটকমের মাওলানা ইহসানুল হক প্রমুখ। এছাড়া শতাধিক লেখক ও অনুবাদকও উপস্থিত ছিলেন এ উদ্বোধনী অনুষ্ঠানে।
অনলাইন জার্নাল চিন্তাধারা.কমের পথচলা সম্পর্কে প্রকাশক ও নির্বাহী সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, ‘চিন্তাধারা ডটকম যাত্রা শুরু করেছে ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিকে ভার্চুয়ালি উপস্থাপনের লক্ষ্যকে সামনে রেখে। মূলতঃ চিন্তাধারা একটি অনলাইন জার্নাল; কোনো ব্লগ সাইট কিংবা নিউজ পোর্টাল নয়। ইসলামের ইন্টেলেকচুয়াল ডিসকোর্সকে সামনে আনতে এ-ই জার্নাল কাজ করে যাবে ইনশাআল্লাহ’।
ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গিকে অনলাইনে বাংলাভাষী পাঠকদের কাছে উপস্থাপনের লক্ষ্য সামনে নিয়েই মূলত চিন্তাধারা ডটকম যাত্রা শুরু করল। সাইটটি ভিজিট করুন চিন্তাধারা.কম এই ঠিকানায়।