আন্তর্জাতিক সংবাদ

গুগল র‌্যাংকিংয়েও বিশ্বসেরা মানুষ নির্বাচিত হলেন মুহাম্মাদ (সা.)

লিখেছেন আবদুর রহমান

বিশ্বের সকল মুসলিমের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ মহানবী হজরত মুহাম্মদ সা.। শুধু তাই নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অমুসলিম সম্প্রদায়ের কাছেও প্রশ্নাতীতভাবে স্বীকৃত তিনি।

সব কিছু ছাপিয়ে সম্প্রতি ইন্টারনেট জায়ান্ট ‘গুগল’ রাংকিংয়েও বিশ্বসেরা মানুষ হিসেবে তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে মুহাম্মদ সা.-এর নাম।

একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল ডটকমে’ best man, best human, best human in the world এবং who is the best man in the world ইত্যাদি  লিখে সার্চ করলে প্রথমেই চলে আসে মুহাম্মদ সা.-এর নাম। এছাড়াও বিশ্বের সেরা ১০ জন মহামানবের তালিকার প্রথম স্থানে রয়েছে তাঁরই নাম।



অন্যদিকে সম্প্রতিকালে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুহাম্মাদ সা.-এর নামের ছবি ও উপদেশমূলক বাণীর ব্যাপক প্রচার বেড়েছে।

মুসলিম চিন্তাবিদরা বলছেন, ‘গুগল’ রাংকিংয়ে বিশ্বসেরা মানুষ হিসেবে তালিকায় প্রথম স্থানে মুহাম্মাদ সা. এর নাম উঠে আসার আবারও প্রমাণিত হলো ইসলাম ধর্মের নবী মুহাম্মাদ সা. গোটা বিশ্বাবাসীর শান্তি-কল্যাণকামী মানুষ ছিলেন। কারণ এ ধরনের র‌্যাংকিংয়ে সব ধর্ম-বর্ণ-পেশার মানুষের মতামত গ্রহণ করার মাধ্যমে জরিপ পরিচালনা করা হয়।

Comment

লেখক পরিচিতি

আবদুর রহমান

আবদুর রহমান— একজন ভ্রমণপিপাসু তরুণ আলেম। জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বসবাস ঢাকার রামপুরাতে। আলেম পরিবারে জন্মগ্রহন করায় বাবার থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ। এরপর দীর্ঘ এক যুগ কেটেছে ঢাকার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। ২০১৯ সালে যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
ছোটবেলা থেকেই ভ্রমণের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠা তার। পড়াশোনার পাশাপাশি গত ৫ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে ভ্রমণের আভিজ্ঞতা অর্জন করেছেন। দেশের বিভিন্ন ভ্রমণস্পটে সাধারণ মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন সময়। ভ্রমণ আয়োজকের প্রয়োজনীয়তা অনুভব করে ২০২০ সালে গড়ে তুলেছেন ট্রাভেল এজেন্সি— হামিংবার্ড ট্যুরস এন্ড ট্রাভেলস। এছাড়া কাজ করেছেন অনলাইন ইসলামিক টেলিভিশন ইসলাম প্রতিদিনেও।