জাতীয় সংবাদ

আল্লামা নূর হোসাইন কাসেমীর জীবন ও কর্ম সভা ২১ জানুয়ারি

লিখেছেন আবদুর রহমান

আল হাইআতুল উলয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বারিধারা মাদরাসার মুহতামিম রাহবারে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সভা ও দোয়া মাহফিল ২১ জানুয়ারী,  বৃহস্পতিবার আফতাবনগর মাদরাসায় অনুষ্ঠিত হবে।



এ সভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ, আল্লামা মুফতি মোহাম্মাদ ওয়াক্কাস, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, ড. মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আরশাদ রহমানী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আসআদ আল হোসাইনী, মাওলানা আবুল হাসান, মাওলানা আবু সাঈদ, মাওলানা মুনির হোসাইন কাসেমী, মুফতি হেমায়েতুল্লাহ, মাওলানা শওকত হোসাইন সরকার,  মাওলানা আবু মূসা, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা শুআইব ইবরাহিম, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা ইয়াকুব, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা জাবের কাসেমী ও মাওলানা বশিরুল্লাহ কাসেমী।

উক্ত সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবার্ডের মহাসচিব মুফতি মোহাম্মাদ আলী।

Comment

লেখক পরিচিতি

আবদুর রহমান

আবদুর রহমান— একজন ভ্রমণপিপাসু তরুণ আলেম। জন্মসূত্রে বরিশালের বাসিন্দা হলেও ছোটবেলা থেকেই বসবাস ঢাকার রামপুরাতে। আলেম পরিবারে জন্মগ্রহন করায় বাবার থেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ। এরপর দীর্ঘ এক যুগ কেটেছে ঢাকার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। ২০১৯ সালে যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
ছোটবেলা থেকেই ভ্রমণের আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠা তার। পড়াশোনার পাশাপাশি গত ৫ বছরে বাংলার বিভিন্ন প্রান্তে ভ্রমণের আভিজ্ঞতা অর্জন করেছেন। দেশের বিভিন্ন ভ্রমণস্পটে সাধারণ মানুষকে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজক হিসেবেও কাজ করেছেন বিভিন্ন সময়। ভ্রমণ আয়োজকের প্রয়োজনীয়তা অনুভব করে ২০২০ সালে গড়ে তুলেছেন ট্রাভেল এজেন্সি— হামিংবার্ড ট্যুরস এন্ড ট্রাভেলস। এছাড়া কাজ করেছেন অনলাইন ইসলামিক টেলিভিশন ইসলাম প্রতিদিনেও।