আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের মাটিতে ফিলিস্তিনের পতাকা

ইহুদীদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের মাটিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে আইসল্যান্ডের একদল সংগীত শিল্পী। সম্প্রতি ইসরাইলের রাজধানী তেলআবিবে এই ঘটনা ঘটেছে। ডেইলি সাবাহর খবরে জানানো হয়েছে,তেলআবিবে অনুষ্ঠিত গানের প্রতিযোগিতা “ইউরোপভিশন” এ অংশগ্রহণ করতে আইসল্যান্ড থেকে সংগীতশিল্পীদের দলটি তেলআবিবে আসে এবং তারা প্রতিযোগিতার ভরা মজলিসে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে।

এবছরের “ইউরোপভভিশন”প্র তিযোগিতায় মার্কিন পপ সংগীতশিল্পী ম্যাডোনাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো, তার সংগীত পরিবেশণের সময় পিছনে থাকা এক যুবকের পোশাকে ইসরাইলী পতাকা এবং এক যুবতীর পোশাকে ফিলিস্তিনি পতাকার নকশাও দেখা গিয়েছে। অনুষ্ঠান শেষে এই ব্যাপারে ম্যাডোনা বলেন, সংগীত মানুষকে একাত্ম করে। আমি সংগীতের জন্য এসেছি, রাজনীতির জন্য নয়।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।