ইহুদীদের সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের মাটিতে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে আইসল্যান্ডের একদল সংগীত শিল্পী। সম্প্রতি ইসরাইলের রাজধানী তেলআবিবে এই ঘটনা ঘটেছে। ডেইলি সাবাহর খবরে জানানো হয়েছে,তেলআবিবে অনুষ্ঠিত গানের প্রতিযোগিতা “ইউরোপভিশন” এ অংশগ্রহণ করতে আইসল্যান্ড থেকে সংগীতশিল্পীদের দলটি তেলআবিবে আসে এবং তারা প্রতিযোগিতার ভরা মজলিসে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে।
এবছরের “ইউরোপভভিশন”প্র তিযোগিতায় মার্কিন পপ সংগীতশিল্পী ম্যাডোনাকে আমন্ত্রণ জানানো হয়েছিলো, তার সংগীত পরিবেশণের সময় পিছনে থাকা এক যুবকের পোশাকে ইসরাইলী পতাকা এবং এক যুবতীর পোশাকে ফিলিস্তিনি পতাকার নকশাও দেখা গিয়েছে। অনুষ্ঠান শেষে এই ব্যাপারে ম্যাডোনা বলেন, সংগীত মানুষকে একাত্ম করে। আমি সংগীতের জন্য এসেছি, রাজনীতির জন্য নয়।