জাকাত প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম

জাকাতের টাকা দিয়ে কিতাব কিনে মাদরাসায় ওয়াকফ করা যাবে কিনা?

প্রশ্ন : জনৈক ব্যক্তির ওপর ১০ হাজার টাকা জাকাত ওয়াজিব হয়েছে সে টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদ্রাসার কুতুবখানায় ওয়াক্ফ করতে চায় এখন প্রশ্ন হলো, জাকাতের টাকা দিয়ে কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াক্ফ করলে জাকাত আদায় হবে কি না?

উত্তর : জাকাত আদায়ের জন্য শর্ত হলো, জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে তার মালিক বানিয়ে দেওয়া আর কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াক্ফ করলে যেহেতু শর্তটি পাওয়া যায় না, তাই এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা জাকাত আদায় হবে না তবে যদি জাকাত গ্রহণের যোগ্য ছাত্রদের জাকাতের নিয়তে কিতাব প্রদান করা হয় এবং মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে জাকাত আদায় হয়ে যাবে

 [তথ্যসূত্র : সুরা তাওবা : ৬০; আদ্দুররুল মুখতার /৩৩৯; হেদায়া, ফাতহুল কাদির /২০৭২০৮; বাদায়েউস সানায়ে /১৪২, ২৪৯; ফাতাওয়া খানিয়া /২৬৮; আল বাহরুর রায়েক /৪১৯]


সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

 

 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।