ফের আরো একটি মসজিদ বন্ধ করে দিল ইসরাইল। জানা যায়, ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের আল-খলিল শহরের ইবরাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে। ওই মসজিদেই হযরত ইবরাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর কবর রয়েছে।
এক খবরে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসোভার উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইসরাইল। সেইসঙ্গে ওই মসজিদ এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে। ইবরাহিম (আ.)-এর কবর ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেন, ইহুদিবাদী ইসরাইল ঘোষণা দিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইবরাহিম (আ.) মসজিদ বন্ধ থাকবে।
মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে আবু সেনেইনেহ আরো বলেন, এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরাইল।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক