পাবজি গেমের সর্বশেষ ভার্সনে প্রতিমা পূজা বা মূর্তির উপাসনা করার মতো একটি বিষয় সংযুক্ত করায় এটি নিষিদ্ধের ফতোয়া দিয়েছেন বিশ্বসেরা ইসলামী স্কলারগণ। গেমটির একটি অংশে দেখা যায়, খেলোয়াড় প্রতিমার সামনে দিয়ে দাঁড়িয়ে তার প্রার্থনা করে এবং প্রতিমাটি খেলোয়াড়কে এমন একটি পানীয় প্রদান করে; যা পান করার মাধ্যমে খেলোয়াড়ের বেঁচে থাকা দীর্ঘায়িত হয় আর তার স্বাস্থ্যগত শক্তি বৃদ্ধি পায়। এছাড়া গেমটিতে প্রচুর বিরল অস্ত্র থেকে উপকৃত হওয়ার প্রশিক্ষণও রয়েছে।
সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিশর, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান এবং কুয়েতের বহু ইসলামী ব্যক্তিত্ব খেলাটিকে হারাম ঘোষণা করেছেন। কারণ এই গেমটিতে সরাসরি প্রতিমা পূজা বা মূর্তির উপসনায় উৎসাহিত করা হয়েছে। ইসলামী স্কলারগণ এও বলেছেন, সারা বিশ্বের বহু কিশোর-কিশোরী এই খেলাটি খেলে এবং এভাবে প্রতিমা পূজায় উৎসাহিতকরণ থেকে তাদের বিশ্বাসে পারিবর্তন সাধিত হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়। আর এটা একেবারেই প্রসিদ্ধ বা স্বীকৃতি বিষয় যে, একমাত্র আল্লাহ মহান ব্যতীত অন্য কারো উপসনা করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম এবং এটা শিরক হিসেবে গণ্য।
উল্লেখ্য, পাবজি একটি অনলাইনভিত্তিক প্রসিদ্ধ ভিডিও গেম। এর আগেও বহুবার বিভিন্ন কারণ দর্শিয়ে পাবজি গেম নিষিদ্ধের দাবী তোলা হলেও নির্মাতা প্রতিষ্ঠান বিষয়টিকে আমলে নেয়নি। কিন্তু এবারের ফতোয়াটি প্রকাশের পরপরই পাবজি গেমের নির্মাতা প্রতিষ্ঠান ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা জানিয়েছেন, গেমের সর্বশেষ ভার্সনের আপডেটটি মুসলমানদের অনুভূতিতে আহত হানায় তারা দুঃখিত। খুব দ্রুতই এ সংযোজনটি সরিয়ে ফেলা হবে বলে নিশ্চিত করেছেন তারা।