আন্তর্জাতিক সংবাদ

তাবলীগ সদস্যদের বিরুদ্ধে মামলা তুলে নিয়ে ক্ষতিপূরণ দিন : মাহমুদ মাদানি

দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলীগ জামাতের এক মজলিসে অংশ নেওয়া ভারত ও অন্যান্য দেশের ২৯ জন তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে ভুক্তভোগীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন মাওলানা মাহমুদ মাদানি।
সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রচারিত এক বিবৃতিতে একথা বলেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক খ্যাতিমান এই আলেম। তাবলীগ জামাতের ব্যাপারে মুম্বাই হাইকোর্টের বিভাগীয় বেঞ্চের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে; এটিকে দেশটির বিস্তৃত স্বার্থকে অগ্রাহ্যকারীদের জন্য উপদেশ হিসাবে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, বিচারপতি টিভি নালা ওয়েড এবং বিচারপতি এমজি সেওয়ালকার বেঞ্চের সিদ্ধান্তটি স্পষ্ট ও পরিষ্কার একটি আয়না ছিল, যেখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাদের কলঙ্কিত মুখ দেখতে পারবে।
মাওলানা মাহমুদ মাদানি বলেন, আদালত যে বিষয়গুলো উত্থাপন করে মামলা প্রত্যাহার করেছে, তা সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদকে পরাভূত করবে এবং ন্যায়বিচারের সন্ধানকারীদের বিজয়ী করবে। তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে করা অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমরা কি আমাদের ঐতিহ্য ও অতিথিপরায়ণতা অনুসারে তাবলীগ জামাতের সদস্যদের সঙ্গে আচরণ করেছি? তিনি বলেন, কেভিড -১৯-এর তৈরি হওয়া পরিস্থিতিতে অতিথিদের প্রতি আমাদের আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া উচিত ছিল। তাদের সহায়তা করার পরিবর্তে গুজব রটিয়ে আমরা তাদেরকে কারাগারে বন্দী করেছি।



তাবলীগ জামাতের সদস্যরা ভিসা নিয়ে সম্পূর্ণ বৈধ পন্থায় ভারতে এসেছেন এবং ভিসার নিয়ম অনুসারে তারা নিজেদের ধর্ম প্রচার ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে কোনো প্রতিবন্ধকতা নেই বলে উল্লেখ করে সংবাদমাধ্যমের অপপ্রচারের বিষয়ে প্রশ্ন তুলে আদালত বলেছে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই বিদেশীদের বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালিয়ে বলেছে যে, তাদের মাধ্যমেই ভারতে বৈশ্বিক মহামারি করোনার বিস্তার ঘটেছে। আমরা জানতে পেরেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

ভারতে মুসলমানদের প্রতি গণবিদ্বেষের নেপথ্যে সিএএ আইনকে দায়ি করে মাওলানা মাহমুদ মাদানি কেন্দ্রীয় ও রাজ্য সরকারদের কাছে দাবি জানিয়েছেন, ভারতের যেখানেই তাবলীগ জামাতের বিরুদ্ধে মামলা করা হয়েছে,দেরি না করে তা প্রত্যাহার করে কারাগারে বন্দিদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, বিশেষত, উত্তরপ্রদেশ সরকারকে পরামর্শ দেওয়া দরকার। কারণ, তাদের মনোভাবটি খুব ভুল এবং প্রতিরোধমূলক হয়েছে।
আজও তাবলীগ জামাতের সদস্যরা এলাহাবাদের নৈনী কারাগারে বন্দী রয়েছেন। জমিয়তে উলামায়ে হিন্দ তাদের সকলকে মুক্তি দেওয়ার এবং দীর্ঘদিন ধরে আটক থাকা এবং মানসিক নির্যাতনের শিকার হওয়াদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছে। প্রসঙ্গত, দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়,গত ১ থেকে ১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের একটি বিশেষ মজলিস অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া ছয়জন করোনা আক্রান্ত হয়ে মারা যান ভারতের তেলেঙ্গানায়। এতে করে নিজামুদ্দিন মারকাজ থেকে করোনাভাইরাসের সংক্রমণের কথা বলা হতে থাকে।
ভারত সরকার তাবলিগের ওই মজলিসে অংশ নেওয়া ৯৬০ জন বিদেশি সদস্যকে তৎক্ষনাৎ কালো তালিকাভুক্ত করে তাদের ভিসা বাতিল করে দেয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শুক্রবার (২২ আগস্ট) তাবলীগ জামাতের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত ওই মামলা প্রত্যাহার করে দিয়ে মুম্বাই উচ্চ আদালত বলেছে, বৈশ্বিক মহামারি করোনায় তাবলীগ জামাতের সদস্যদের প্রতি অবিচার ও জুলুম করে তাদেরকে বলিরপাঠা বানানো হয়েছে।
Comment

লেখক পরিচিতি

মুহাম্মদ বিন ওয়াহিদ

মুহাম্মদ বিন ওয়াহিদ— তরুণ সংবাদকর্মী ও সম্পাদক হিসেবে পরিচিত। ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের মক্তব থেকে। ৭ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন ঢাকার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামি'আ রাহমানিয়া আরাবিয়ায়। সেখানে দীর্ঘ ১২ বছর পড়াশোনা করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য চলে যান ভারতের দারুল উলুম দেওবন্দে। সেখানে দেড় মাস অবস্থান করে পারিপার্শ্বিক অবস্থার অবনতির জন্য দেশে চলে আসতে হয় তাকে। সর্বশেষ ২০২০ সালে তিনি জামিয়া শারঈয়্যা মালিবাগে দাওরায়ে হাদিস অধ্যয়ন করছেন।
২০১২ সালে মিজান জামাত থেকে লেখালেখির সূচনা করেন এবং এর কিছুদিন পর থেকেই বিভিন্ন ছোট কাগজে, গল্প,কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, ভ্রমণকাহিনিসহ নানা বিষয়ে তিনি নিয়মিত লিখতে থাকেন। ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর হিজরত পরবর্তী জীবন নিয়ে ৬৪ পৃষ্ঠার চমৎকার একটি উপন্যাসের বইও তিনি রচনা করেন। যা মানবাধিকার প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।
২০১৯ সাল থেকে দৈনিক যুগান্তর,দৈনিক আমার সংবাদ,দৈনিক আমাদের সময়, দৈনিক আলোকিত বাংলাদেশ,বার্তা২৪, দুরন্ত নিউজ, ইনসাফ, আওয়ার ইসলাম এবং ইসলাম প্রতিদিনসহ দেশের সব জাতীয় দৈনিকে তিনি নিয়মিত লিখে চলেছেন। এছাড়াও কাজ করছেন ইসলাম প্রতিদিনের আন্তর্জাতিক ডেক্সে।