তথ্য-প্রযুক্তি ফিচার

হালাল পণ্যের ই-কমার্স অ্যাপ ‘উম্মাহ’

লন্ডন ভিত্তিক হালাল ই-কমার্স অ্যাপ ‘উম্মাহ’ হতে যাচ্ছে আগামীর eBay এমনই আশাবাদ ব্যক্ত করছেন অ্যাপসটির কর্তৃপক্ষ। আজকাল অনলাইন নির্ভর কেনাবেচা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বলেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যায়।  বিশেষ করে মুসলিমরা সহজেই যেন তাদের প্রয়োজনীয় হালাল পণ্যদ্রব্য পেতে পারেন এই লক্ষ্য সামনে রেখে কাজ করে যাচ্ছেন তারা। অ্যাপস কর্তৃপক্ষের মূল শ্লোগানই হচ্ছে, ‘ক্রিয়েটেড বাই মুসলিম ফর মুসলিম’।

সাম্প্রতি লন্ডনের কিছু ওয়েব ডেভেলপার ‘উম্মাহ’ নামের এই অ্যাপসটি চালু করেন। যেখান থেকে মুসলিমরা ইসলামের নিয়ম মেনে হালাল উপায়ে অনায়সেই সব পণ্যদ্রব্য গ্রহণ করছেন। অ্যাপসটি ইতিমধ্যে মুসলিমদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। গ্রাহকদের জন্য এটিতে eBay-এর মত সবরকম সুযোগ সুবিধা রয়েছে।

যেহেতু অ্যাপসটি একেবারেই নতুন তাই দিন দিন এতে নতুন ও অত্যাধুনিক সব ফিচার যুক্ত হচ্ছে এবং এগুলো রীতিমত ভিজিটরদেরকে আকৃষ্ট করতে সক্ষমও হচ্ছে। বলা যায়, ইউরোপে এটি বেশ জনপ্রিয়। ইতিমধ্যে এটির অ্যান্ড্রয়েড এবং অ্যাপল সংস্করণ বেরিয়েছে।

অনলাইন ভিত্তিক এই উদ্যোগের সফলতা ও আশাবাদ সম্পর্কে ‘উম্মাহ’র একজন মুখপাত্র জানান, ‘মুসিলমদের হালাল পণ্যভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে আমরা আগামী দিনের eBay হতে চাই। ক্রেতারা ইদানিং বিভিন্ন আইটেমের ওপর নিলাম তুলবার সুযোগ চাইছেন, যেন তারা স্বল্প  মূল্যে ক্রয়-বিক্রয় করতে পারেন। ফলে ক্রেতা বিক্রেতা উভয়েই উপকৃত হতে পারবে’।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।