আজ (২৩ অক্টোবর) সকাল ১১টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ও ওমরাহ আইন-২০১৯ প্রণয়ন বিষয়ক পর্যালোচনা বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা করতে হলে এবং হজ ব্যবস্থাপনাকে একটি সুশৃংখল প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হলে হজ ব্যবস্থাপনা বিষয়ে যথাযথ আইন থাকা আবশ্যক। বিষয়টির যথাযথ গুরুত্ত্ব অনুধাবন করে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হজ বিষয়ে একটি আইন প্রনয়ণের উদ্যোগ গ্রহন করেছে। হজের পাশাপাশি এই আইনে ওমরাহ ব্যবস্থাপনার বিষয়টিও অর্ন্তবূক্ত থাকবে।