‘জাতীয় নির্বাচনের পূর্বে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন প্রনয়ণ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন’। ঢাকাস্থ চকবাজার শাহী মসজিদ প্রাঙ্গণে জাতীয় ইমাম সমাজ আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন ২০১৯ -এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
প্রতিমন্ত্রী আরো বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে দেশের খতীব ও ইমামগণ যেভাবে ভুমিকা রাখছেন, তা সত্যিই প্রশংসার দাবী রাখে। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ তৈরি করতে আলোচনা ও বয়ানের মাধ্যমে জাতিকে দিক-নির্দেশনা প্রদানে দেশের খতীব ও ইমামগণের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।
ইমাম সম্মেলনে ইমাম ও খতীবদের কল্যাণে বিভিন্ন দাবি তুলে ধরা হলে প্রতিমন্ত্রী তার মন্ত্রণালয় ও সরকারের সামর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাবি পুরনের আশ্বাস প্রদান করেন। সম্মেলনে ইমামদের পক্ষ থেকে প্রদত্ত বক্তব্যে ইসলাম ও মুসলমানদের কল্যাণে গৃহীত সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। বিশেষ করে এ বছর অত্যন্ত সুন্দরভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারায় ধর্ম প্রতিমন্ত্রীকে আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা কারী আবুল হোসাইনে সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন এডভোকেট কামরুল ইসলাম এমপি, হাজী মো. সেলিম এমপি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আবুল হাসনাত আমিনী, মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী প্রমুখ।