ফিচার বই ভিডিও

আল্লাহওয়ালা ব্যক্তিত্বদের জীবনীগ্রন্থ— ‘দুনিয়া বিমুখ শত মনীষী’

Featured Video Play Icon

মনীষী বলতে কাদের বোঝায়? কে বা কারা আমাদের প্রকৃত মনীষী? কেনই-বা আমরা একজন মানুষকে মনীষী মানব? মনীষী শব্দের ব্যাখ্যায় পাওয়া যায়— যিনি বুদ্ধিমান, বোদ্ধা কিংবা বিদ্বান বা পণ্ডিত; তিনিই মনীষী। প্রকৃত অর্থে—অনুসরণযোগ্য আদর্শের প্রচারক একজন মানুষ তখনই মনীষী হন; যখন তার আদর্শকে অনুসরণ করে কল্যাণকামিতায় বসবাস করা যায়। গোটা একটি জাতি যখন কোনো একজন মানুষের আর্দশকে অনুসরণ করে অন্ধকার থেকে আলোর পথে আসে; মূলত তখনই তিনি মনীষী হয়ে ওঠেন।  মুসলিম মনীষীরা আমাদের জন্য অনুপ্রেরণা। আদর্শের বাতিঘর। তাঁদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের শিক্ষা। আমাদের পথচলার পাথেয়। কল্যাণকামী জীবনের সোপান।

মনীষীদের জীবনীভিত্তিক  বা আত্মজীবনীমূলক বই পড়ার সব থেকে বড় উপকারিতা হলো— সেসব সফল আদর্শ মানুষদের আরও কাছ থেকে জানতে পারা যায়। তারা কীভাবে নিজেদের জীবন কাটিয়েছিলেন, কী কী সমস্যা এসেছিল তাদের জীবনে এবং কীভাবে তারা সেসব সমস্যাকে জয় করে সফল হয়েছেন— ইত্যকার নানা গল্প জানা যায়। এ ছাড়াও তাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি পর্ব থেকেও আমরা কিছু-না-কিছু নতুন তথ্য শিক্ষাস্বরূপ গ্রহণ করতে পারি এবং আলোকিত করতে পারি নিজেদের জীবনকে।

ইসলামী শিক্ষার মৌলিক আলোচ্য ও পাঠ্য বিষয় হলো—জীবনী অধ্যয়ন। ইসলামী আদর্শকে কেন্দ্র করে যেসব বিষয় বা দিক নিয়ে লেখালেখি হয়েছে তার অন্যতম একটি বিষয় হলো— জীবনীভিত্তিক গ্রন্থ রচনা। ইসলামপূর্ব কাল থেকে ইসলাম-পরবর্তী বর্তমান যুগ পর্যন্ত নবী-রাসুল, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে-তাবেঈন ও আইম্মায়ে মুজতাহিদীনসহ শত-সহস্র আকাবির-আসলাফ-মনীষীর জীবনীতথ্য নিয়ে আরবী, উর্দু, ইংরেজিসহ নানা ভাষায় রচিত হয়েছে অসংখ্য-অগণিত গ্রন্থ। মুসলিম মনীষীদের জীবনী পাঠের মাধ্যমে সঠিক-শুদ্ধ ঠিকানা লাভে ধন্য হয়েছেন পথহারা বহু মানুষ।

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় মুসলিম মনীষীদের জীবনীভিত্তিক গ্রন্থ রচিত হয়েছে এবং পাঠকপ্রিয়তা লাভ করেছে। বাংলা ভাষাও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। নবী-রাসুল, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে-তাবেঈন ও আইম্মায়ে মুজতাহিদীনসহ শত-সহস্র আকাবির-আসলাফের জীবনীতথ্য নিয়ে বাংলা ভাষায় রচিত হয়েছে বহু গ্রন্থ। বাংলা ভাষায় রচিত মুসলিম মনীষীদের জীবনীভিত্তিক অসংখ্য গ্রন্থের তালিকার অন্যতম একটি গ্রন্থ দুনিয়াবিমুখ শত মনীষী এটি মূলত বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যিক শায়খ সিদ্দীক আল-মিনশাভী রচিত আরবি গ্রন্থ আজজুহহাদু মিয়াতুন-এর বাংলা অনুবাদ। বাংলা ভাষায় গ্রন্থটি অনুবাদ করেছেন আতাউল্লাহ আব্দুল জলীল ও ওয়ালিউল্লাহ আব্দুল জলীল।

এটি মূলত ভুবনবিখ্যাত আল্লাহওয়ালাদের জীবনীগ্রন্থ। যুগ-যুগান্তর আলোকিতকারী নবী-রাসুল, সাহাবা আজমাইন, তাবে-তাবেঈন ও অলি-আউলিয়াদের সোনালি ইতিহাসের অনন্য সংকলন। বিভিন্ন যুগের আল্লাহওয়ালা বান্দাদের জীবনী-তথ্য এবং তাদের সাধনালব্ধ জীবনের কথাগুলোই সংকলিত হয়েছে এই গ্রন্থটিতে।

বইটির শুরুতেই শ্রেষ্ঠনবী হজরত মোহাম্মদ (সা.)-এর প্রেমপূর্ণ আলোচনাকে স্থান দেওয়া হয়েছে। এরপর আলোচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সুকণ্ঠের অধিকারী আল্লাহপ্রেমিক নবি হজরত দাউদের (আ.) কথা। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে হজরত ঈসা (আ.), হজরত আবু বকর সিদ্দিক (রা.), হজরত সালমান ফারসি (রা.), হজরত রাবি ইবনে খুসাইম, ইমাম মালিক, শাকিক বালখি, আতা আস সালিমি, সাবিত বুনানিসহ মোট ১০০ জন সাধক পুরুষের আল্লাহপ্রেমের ইতিহাস আলোচিত হয়েছে।

দুনিয়াবিমুখ শত মনীষী সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে প্রকাশক মুহাম্মাদ মাহমুদুল ইসলাম বলেন, ‘জুহুদ তথা দুনিয়াবিমুখতা আল্লাহওয়ালাদের অনন্য সম্পদ। মহান প্রভুর নৈকট্য লাভের অন্যতম উপায় হলো দুনিয়ার মায়া-চাকচিক্য ও মোহ ত্যাগ করা। যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাগণ এ সাধনায় সফল হয়েছেন। প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহওয়ালাদের সাধনালব্ধ জীবনী জেনে সফলতার পথে চলা। আল্লাহ মহান যেন এই গ্রন্থটিকে প্রত্যেক মুমিন-মুসলমানের ইসলাহী জিন্দেগীর পাথেয় হিসেবে কবুল করেন। আমীন।’

বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা  ৩৮৪। মুদ্রিত মূল্য ৪৬০ টাকা। ২০১৫ সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছে আর ২০১৮ সালে প্রকাশিত হয়েছে ষষ্ঠ সংস্করণ। বইটি কিনতে চাইলে ফোন করুন ০১৭৬২ ৫৯৩৩৪৯ অথবা ০১৯৭২ ৫৯৩৩৪৯ এই নম্বরে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.rahnumabd.com এই ঠিকানায়। এ ছাড়া ঘরে বসে বইটি কিনতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি.কমে

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।