‘১০০ আল্লাহ প্রেমিক’— গ্রন্থটি মূলত ভূবনবিখ্যাত আল্লাহওয়ালাদের জীবনীগ্রন্থ। যুগ যুগান্তর আলোকিতকারী নবী-রাসুল, সাহাবা আজমাইন, তাবে-তাবেঈন ও অলি-আউলিয়াদের সোনালী ইতিহাসের অনন্য সঙ্কলন। শায়খ মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি রচিত একটি বিশ্ববিখ্যাত গ্রন্থের বাংলা অনুবাদ এই ‘১০০ আল্লাহ প্রেমিক’। বিভিন্ন যুগের আল্লাহওয়ালা বান্দাদের জীবনী তথ্য এবং তাদের সাধনালব্ধ জীবনের কথাগুলোই সংকলিত হয়েছে এই গ্রন্থটিতে।
বইটির শুরুতেই শ্রেষ্ঠনবী হজরত মোহাম্মদ (সা.)-এর প্রেমপূর্ণ আলোচনাকে স্থান দেওয়া হয়েছে। এরপর আলোচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সুকণ্ঠের অধিকারী আল্লাহপ্রেমিক নবি হজরত দাউদের (আ.) কথা। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে আলোচিত হয়েছে হজরত ঈসা (আ.), হজরত আবু বকর সিদ্দিক (রা.), হজরত সালমান ফারসি (রা.), হজরত রাবি ইবনে খুসাইম, ইমাম মালিক, শাকিক বালখি, আতা আস সালিমি, সাবিত বুনানিসহ নাম জানা বা অজানা ১০০ সাধক পুরুষদের আল্লাহপ্রেমের ইতিহাসের অনন্য অধ্যায়।
ছোট ছোট ঘটনা প্রবাহের মাধ্যমে ঝরনাধারার মতো বয়ে গেছে এক একটি জীবনীর বর্ণনা। একটি জীবনী পড়া শুরু করলেই পাঠকের জানার ক্ষুধাকে আরো বাড়িয়ে তুলবে লেখকের জাদুকরি রচনাশৈলী। গ্রন্থটি পড়ে পাঠককুলের অন্তর এমন এক প্রশান্তির মাঝে বিচরণ করবে, যেখানে থাকবে না কোনো অহংকার এবং লোভ-ঘৃণা। যাবতীয় পাপ-পঙ্কিলতা বিলুপ্ত হয়ে শুধুমাত্র আল্লাহর প্রেমের মুগ্ধতায় বিমোহিত হবে মন-আত্মা।
গ্রন্থটির মূল রচয়িতা শায়খ মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি। বাংলাতে বইটি ভাষান্তর ও সম্পাদনা করেছেন মুফতি মুহাম্মাদ আমিমুল ইহসান এবং হাফেজ মুহাম্মদ আরিফ বিন মুমিন। গ্রন্থটি প্রকাশনায় সার্বিক নিদের্শনায় ছিলেন বাহরাইনের জামে আবদুল্লাহ ইয়াতিম মসজিদের খতিব আল্লামা শায়খ মুহাম্মদ হারুন আজিজি নদভি।
বইটি প্রকাশ করেছে মাদানী কুতুবখানা। পৃষ্ঠা সংখ্যা ৩৬৬। বৃহৎ কলেবরের বইটির মুদ্রিত মূল্য ৩৬০ টাকা। ২০১৬ সালে এটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়। মুদ্রণ, বাধাই ও প্রকাশনাগত উপস্থাপনায় বেশ রুচিশীলতার পরিচয় খুঁজে পাওয়া যায়। গ্রন্থটি ক্রয় করতে চাইলে ৩৭ বাংলা বাজার বিশাল বুক কমপ্লেক্সে অবস্থিত মাদানী কুতুবখানা থেকে সরাসরি কিনতে পারেন। এ ছাড়া কল করতে পারেন ০১৭৩৩ ২০৬৭৫৭ নম্বরে। অথবা রকমারি.কম ও তাজকিয়া.কমে অর্ডার করেও বইটি ক্রয় করতে পারেন।