ফিচার বই

বই পরিচিতি— ০৫ : নবীজীর নামায

Featured Video Play Icon

নামাজ ইমানের মানদণ্ড। ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ ও নির্দেশনা। কালেমা বা ঈমানের পর প্রত্যেক মুসলমানের জন্য সবচেয়ে বড় এবং প্রথম পালনীয় ইবাদত হলো নামাজ। খুশু-খুজুর সঙ্গে সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য। নামাজের বিধান যেমন রাসুলুল্লাহর (সা.) মাধ্যমে এসেছে, তদ্রুপ তার নিয়ম-পদ্ধতিও তিনিই উম্মতকে শিখিয়েছেন। নবীর (সা.) কাছ থেকে নামাজের পদ্ধতি সর্বপ্রথম শিখেছেন সাহাবায়ে কেরাম। নবীজী তাদেরকে মৌখিকভাবে ও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে নামাজ শিখিয়েছেন এবং তাদের নিয়ে নিয়মিত নামাজ আদায়ও করেছেন। নবী (সা.) বলেছেন, ‘তোমরা সেইভাবে নামাজ আদায় কর, যেভাবে আমাকে আদায় করতে দেখ।’

নবীজীর নামাজ- সহিহ হাদিসে উল্লেখিত মাসনূন নামাজের পরিপূর্ণ বিবরণ, হাদিস বিশারদগণের বিবৃতি, বিশ্লেষণ ও পর্যালোচনাসমৃদ্ধ একটি প্রামাণিক উপস্থাপনা। গ্রন্থটিতে নামাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। বৃহৎ কলেবরের এই গ্রন্থটিতে ইলমে ফিকহের পরিচয়, ইজতিহাদ ও তাকলিদ, তাহারাত বা পবিত্রতা, তায়াম্মুম, আজান-ইকামত, নামাজের মাসনুন নিয়ম, আমিন ও রাফে ইয়াদাইন প্রসঙ্গ এবং জুমআ, বিতর, তারাবি ও দুই ঈদের নামাজসহ বিভিন্ন নামাজের পরিচয় ও আদায় পদ্ধতি তুলে ধরা হয়েছে। এছাড়া দুটি পরিশিষ্টতে যুক্ত করা হয়েছে নামাজ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিধান ও নারীদের নামাজ আদায় পদ্ধতি।


বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন— ইসলাম প্রতিদিন বুকস।
বই পরিচিতি— ০৫ : নবীজীর নামায।
মূল লেখক— ড. শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল।
অনুবাদ— মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ।
প্রকাশক— মাকতাবাতুল আশরাফ।
রকমারি.কম লিঙ্ক— http://bit.ly/2V8aAq7


মূল গ্রন্থটি রচনা করেছেন মদীনা মুনাওয়ারাহর বিশিষ্ট আলেমেদ্বীন ড. শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল। বাংলাতে অনুবাদ করেছেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার শিক্ষক ও উত্তরা ৭ নং সেক্টর মসজিদের খতিব মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ। সম্পাদনা ও ভূমিকা প্রদান করেছেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমীনুত তালীম, শান্তিনগর আজরুন কারীম মসজিদের খতিব ও মাসিক আল কাউসার পত্রিকার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক।

পাঠকের জন্য গ্রন্থেটির শেষে মূল লেখকের একটি চিঠি সংযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ অনুদিত মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত গ্রন্তটিও তার অনুমিতপ্রাপ্ত এবং নির্ভরযোগ্য বাংলা অনুবাদ। সুতরাং এই গ্রন্থটির অন্যান্য অনুবাদ যা বাজারে বিভিন্ন প্রকাশনীর নামে পাওয়া যায় তা সম্পর্কে সচেতন থাকা জরুরি।

২০০৯ সালে গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়েছে। বইটির পৃষ্ঠা সংখ্যা ৪৮৮। মুদ্রিত মূল্য ৩৪০ টাকা। গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। একমাত্র পরিবেশক মুমতায লাইব্রেরী। বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং ও পৃষ্ঠাগুলো উন্নতমানের। বইটি কিনতে ফোন করুন, ৯৫৮৯৩০৮ অথবা ০১৭১২ ৮৯৫৭৮৫ নম্বরে। অনলাইন থেকে কিনতে ভিজিট করুন www.maktabatulashraf.com এই ঠিকানায়।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।