বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি আদর্শ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।’ কোটালীপাড়া উপজেলার পিঞ্জর ইউনিয়নের ছত্রাকান্দায় সর্বজনীন দুর্গা মন্দির কর্তৃক আয়োজিত সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিনামূল্যে ডায়েবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিল ধর্মনিরপেক্ষতা। আর ধর্মনিরপেক্ষতার মূল কথা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নীতি বাস্তবায়ন করা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে আমরা সকলকে নিয়ে যেকোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে যাব।
সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মো. রহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা, কোটালীপাড়া পৌর সভার মেয়র হাজী শেখ কামাল হোসেন, টুংগীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কোটালীপাড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের অনুসারীদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে দুর্গাপূজা উপলক্ষ্যে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করেন।
ওকে/এমএইচ