ফিচার বই ভিডিও

হালাল ব্যবসার পাথেয়গ্রন্থ—‘হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা’

Featured Video Play Icon

‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম’—পবিত্র কোরআনের সুরা বাকারার ২৭৫ নম্বর আয়াতটি হালাল ব্যবসা এবং হালাল অর্থনীতির মূল সূত্র। কোরআন-হাদিসের দিক-নির্দেশনা মেনে যুগে যুগে মুসলিম সম্প্রদায় হালাল ব্যবসা ও হালাল অর্থনীতি চর্চায় নিয়োজিত হয়েছে। এই চেষ্টা এবং চর্চার ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং হালাল ব্যবসা ও বাণিজ্য প্রতিষ্ঠান। মহতী এই কাজে নিয়োজিত থেকে বিশ্বময় সমাদৃত হয়েছেন অনেক ব্যক্তিত্ব। সফলতার মুখ দেখেছে অনেক সংস্থা।

ব্যবসা-বাণিজ্যের হালাল পদ্ধতি সম্পর্কে বিশ্বের নানা দেশে নানা ভাষায় বইপত্র রচিত হয়েছে। বাংলা ভাষাও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। এই ধারাবাহিকতার অনবদ্য সৃষ্টি ‘হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা’ গ্রন্থটি। এটি মূলত একটি সাক্ষাৎকারভিত্তিক সংকলন। গ্রন্থটিতে ব্যবসা-বাণিজ্যের ৪৫টি সেক্টরের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত ৪৮ জন সফল ব্যবসায়ী ও ব্যাংকার এবং ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ বিশেষজ্ঞসহ সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বেশ কয়েকজন সফল ব্যবসায়ী ও শরিয়াহ স্কলারের এক্সক্লুসিভ সাক্ষাৎকার সংকলিত হয়েছে। সাক্ষাৎকারগুলোতে প্রতিটি সেক্টরে ব্যবসা পরিচালনা করার পথ ও পদ্ধতি এবং সমস্যা ও সম্ভাবনার বাস্তব অভিজ্ঞতাপূর্ণ দিক-নির্দেশনমূলক কথাগুলো উঠে এসেছে এবং বিভিন্ন ব্যবসা সেক্টরে বাস্তবতার আলোকে ব্যবসা পরিচালনার পথ ও পদ্ধতি আলোচনা করার পাশাপাশি কোরআন-হাদীসের আলোকে সেই সেক্টরে হালালভাবে ব্যবসা পরিচালনা করার দিক-নির্দেশনাও বর্ণনা করা হয়েছে। মোটকথা—বিভিন্ন সেক্টরে হালালভাবে ব্যবসা পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা ও কোরআন-হাদীসভিত্তিক দিক-নির্দেশনায় ভরপুর গ্রন্থটির প্রতিটি পাতা।


বাংলা বইয়ের ভিডিও পরিচিতিমূলক আয়োজন—ইসলাম প্রতিদিন বুকস।

বই পরিচিতি— ৩২ : হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা।

মূল রচয়িতা— মিরাজ রহমান।

প্রকাশক— দ্য সুলতান ও রাহনুমা প্রকাশনী।

অনলাইন থেকে বইটি কেনার লিংক— http://bit.ly/2nsUUS9

বইটি কিনতে চাইলে কল করুন—০১৮৫৬১৪৪৪৪১ এই নম্বরে।


এ ছাড়া গ্রন্থটিতে ৪৮জন সফল ব্যবসায়ী ও ব্যাংকার এবং ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ বিশেষজ্ঞের ব্যক্তি-জীবন ও ব্যবসায়িক জীবনের সফলতার গল্পও বিবৃত হয়েছে। সাক্ষাৎকারগুলো পড়লে জানা যাবে, কোন ব্যবসায়ী কীভাবে কোন সেক্টরে ব্যবসা পরিচালনা করে সফল হয়েছেন। আরও জানা যাবে, তারা কখন কোন ব্যবসায় কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কীভাবে সে সমস্যা সমাধান করে সামনে এগিয়েছেন। এ ছাড়া গ্রন্থটিতে সংকলিত হয়েছে আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদের বিশ্বব্যাপী সাড়া জাগানো ‘ইসলাম ও শিল্পায়ন’ শীর্ষক গবেষণা-প্রবন্ধের বাংলা অনুবাদ। গবেষণা প্রবন্ধটি পড়লে জানা যাবে, ইসলাম শিল্পায়নকে সমর্থন করে, নাকি করে না! এ ছাড়া আরও জানা যাবে, মুসলিম জাতি অতীতে কী কারণে শিক্ষা-বিজ্ঞানসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সেক্টরে আত্মমর্যাদাশীল-প্রতিষ্ঠিত অবস্থানে অধিষ্ঠিত ছিল এবং এখন কেন নেই।

গ্রন্থটির রচিয়তা মিরাজ রহমান। গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। শিক্ষার্থী থাকা অবস্থায় কন্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। এরপর দৈনিক ডেসটিনি এবং কালের কণ্ঠে  কাজ কিরেছেন কিছুদিন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। সর্বশেষ ফিচার ইনচার্জ হিসেবে যুক্ত ছিলেন দৈনিক বাংলাদেশের খবর  পত্রিকার সঙ্গে। বর্তমানে তিনি স্বপ্নের প্রতিষ্ঠান অনলাইন ইসলামিক কনটেন্ট এজেন্সি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। মিরাজ মূলত পড়াশোনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশোনা করছেন তিনি।

হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতা গ্রন্থটি ‘ইসলামী অর্থনীতি ও ব্যবসানীতি’ বিষয়ক কোনো গবেষণাপত্র বা পিএইচডির থিসিস নয়। তবে গুরুত্বপূর্ণ একটি বাস্তবমুখী গাইডলাইন। বাংলাদেশের ক্রম-উন্নয়নশীল শিল্পায়নে যারা ভূমিকা পালন করছেন এবং হালাল ব্যবসা-বাণিজ্যের কথা ভাবছেন, তাদের জন্য এই গ্রন্থটি খুব উপকারী হবে। বইটি প্রকাশ করেছে দ্য সুলতান। একমাত্র পরিবেশক রাহনুমা প্রকাশনী। অনলাইন সেল পার্টনার হিসেবে রয়েছে রকমারি.কম। বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৬০। মুদ্রিত মূল্য ৭০০ টাকা। ৫০% কমিশনে বিক্রি মূল্য ৩৫০ টাকা। গ্রন্থটি কিনতে চাইলে কল করতে পারেন ০১৯৭৭ ৫৯৩৩৪৯ অথবা ০১৮৫৬ ১৪৪৪৪১ নম্বরে। এ ছাড়া ঘরে বসে বইটি ক্রয় করতে চাইলে অর্ডার করতে পারেন রকমারি.কমে

ওকে/এমএইচ

Comment

লেখক পরিচিতি

তামীম হুসাইন শাওন

তামীম হুসাইন শাওন— তরুণ মিডিয়াকর্মী হিসেবে পরিচিত। ঢাকার অদুরে দোহার উপজেলার বাসিন্দা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু গ্রামের স্কুল থেকে। ১০ বছর বয়সে নিজ ইচ্ছায় ইসলামী শিক্ষা শুরু করেন গ্রামের মাদরাসাতে। এরপর দীর্ঘ ৮ বছরের শিক্ষা জীবন কাটান গাজীপুরের একটি মাদরাসায়। ২০১৮ সালে যাত্রাবাড়ী মাদরাসা থেকে দাওরা হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০১৯ সালে ইসলামী আইন নিয়ে গবেষণা (মুফতি কোর্স) সম্পন্ন করেন। কওমি মাদরাসায় অধ্যায়নরত অবস্থায় জেনারেল শিক্ষায় পর্যায়ক্রমে JDC, SSC ও HSC সম্পন্ন করেন।
২০১০ সালে মিজান জামাতে লেখাপড়ার কালে 'দৈনিক আমার দেশ' পত্রিকায় মতামত প্রকাশের মধ্যদিয়ে লেখালেখি বা সাহিত্য চর্চা শুরু করেন। এরপর সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়ও তার বেশকিছু লেখা প্রকাশ হয়েছে। ২০১৮-১৯ পর্যন্ত জাতীয় অগ্রযাত্রা ও অগ্রযাত্রা২৪.কম-এ স্টাফরিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবন চলাকালেই এই তরুণ আলেম ইসলামী মিডিয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ২০১৭ সালের ডিসেম্বরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইসলামী মিডিয়ায় কাজ শুরু করেন। যার মাধ্যমে এখন উপস্থাপনা ও সাংবাদিকতার কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে Lal Sobuj Multimedia ও QURAN amar VALOBASHA নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এছাড়াও সমকালীন২৪.কম নামে একটি নিউসপোর্টালের সম্পাদক হিসেবে আছেন। গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং-এ তার দক্ষতা রয়েছে। এছাড়া যুক্ত আছেন ইসলাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে।