মৃত্যু এক অমোঘ বিধান। মানুষ মরণশীল। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। চিরসত্য এই বিধান অনুযায়ী পবিত্র হজব্রত পালনে বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের মধ্য থেকে প্রতি বছরই বেশ সংখ্যক হাজির ইনতিকাল হয়। এবারও বহু সংখ্যক হাজির ইনতিকাল হয়েছে এবং তন্মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া বহু হাজির ইনতিকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মক্কায় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হাজিদের আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকেলে কবর জিয়ারত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় তিনি হাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ বছর পবিত্র হজ পালনকালীন সময় বাংলাদেশের ১১৭জন হাজি ইনতিকাল করেন। তাদের মধ্যে বেশির ভাগ হাজি সাহেবদের সরাইয়া কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় রাজকীয় অতিথি হিসেবে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে মক্কায় অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।