জাতীয় সংবাদ

সৌদিতে অসুস্থ হাজিদের খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

লিখেছেন মিরাজ রহমান

মক্কায় গুরুতর অসুস্থ হাজিদের খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। অসুস্থ হাজিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথাও জানিয়েছেন তিনি। নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ও জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা হাসপাতালে এবং কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর পবিত্র হজ পালনরত অবস্থায় এ চারজন হাজি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রেইন ষ্ট্রোক, কিডনী ও বুকের ব্যাথাসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত এসব রোগীরা। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মক্কার বিভিন্ন হাসপাতালে গিয়ে এদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন। এসময় ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের আশ্বস্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন’। এছাড়া অসুস্থ হাজিগণ সুস্থ্য হওয়ার পর যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নিতেও হজ কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।



সৌদি আরবে পৌছানোর পর চার জন বাংলাদেশী হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে খবর পান প্রতিমন্ত্রী। সাথে সাথে হাজিগণের চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রোগীদের সাথে দেখা করবেন এমন খবর পেয়ে মক্কার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও উর্ধতন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। কারণ প্রতিবছরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা অসুস্থ হয়ে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকলেও কোনো মন্ত্রী কখনো খোঁজ-খবর নেয়নি। এবারই এর ব্যাতিক্রম ঘটলো।

উল্লেখ্য কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাযর রাজকীয় অতিথি হিসেবে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে মক্কায় অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।

Comment

লেখক পরিচিতি

মিরাজ রহমান

গতানুগতিক ধারার বাইরে থেকে কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মিরাজ রহমান। পেশায় পুরোদস্তুর একজন সাংবাদিক হলেও কেবল ইসলামকে ঘিরেই আবর্তিত তার ধ্যান-জ্ঞান। দৈনিক পত্রিকার ইসলাম পাতায় লেখালেখি থেকে তিনি পরিচিত হয়ে উঠেছেন বটে, কিন্তু একসময় শিল্প চর্চায়ও ছিলেন বেশ মনোযোগী।
মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন যখন, তখনও তিনি ছাত্র। মাদানিনগর মাদরাসার কাফিয়া জামাতের (শ্রেণি) শিক্ষার্থী থাকা অবস্থায় কণ্ট্রিবিউটর হিসেবে প্রথম কাজ শুরু করেন দৈনিক যুগান্তরে। ধারালো লিখনী শক্তি অল্পদিনের মধ্যে পরিচিত করে তোলে তাকে। দেশের জাতীয় দৈনিক পত্রিকার প্রায় সবগুলোতেই ইসলামবিষয়ক কলাম ও ফিচার লিখেছেন দীর্ঘ সময়। জাতীয় প্রিন্ট মিডিয়াগুলোতে তার অন্তত দুই সহস্রাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে।
মিরাজ মূলত পড়াশুনা করেছেন কওমি শিক্ষাধারায়, এর পাশাপাশি তিনি জেনারেল শিক্ষাধারায়ও পড়াশুনা করছেন। সহ-সম্পাদক হিসেবে প্রথম যোগদান করেন দৈনিক ডেসটিনি পত্রিকায়। সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে। দেশে-বিদেশে অনলাইন গণমাধ্যমের জয়যাত্রা শুরু হলে মিরাজ ইন্টারনেট জগতকে ইসলাম প্রচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র বিবেচনা করে অনলাইনেই গাঁটছাড়া বাঁধেন। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল প্রিয়.কমের ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলার সূচনা তারই হাতে। দীর্ঘদিন কাজ করেছেন প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের এডিটর ইনচার্জ। সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের ফিচার ইনচার্জ হিসেবে।
টেলিভেশনে অনুষ্ঠানের উপস্থাপনা ও আলোচনার সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছেন মিরাজ রহমান। পরিচালনা করেছেন বেশ কিছু অনুষ্ঠানও। এসো কলম মেরামত করি, ছোটদের নবী-রাসূল সিরিজ, তাবলিগী জামাতের পৃষ্ঠপোষক-মুরুব্বি ছিলেন যাঁরা, শরয়ী পর্দার বিধান, আশিক মিন ফিলিস্তিন, নারী তুমি সৌভাগ্যবতী ও হালাল ব্যবসা ও হালাল অর্থনীতির কথকতাসহ বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থেও জনক তিনি। বর্তমান তিনি ইসলাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দ্য সুলতান প্রকাশনীর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।