আন্তর্জাতিক সংবাদ

সৌদিতে হজের পর ওমরাহর কার্যক্রম শুরু

১৪৪০ হিজরি সন মোতাবেক ২০১৯ সালের হজের পর আরবি নতুন বছর মহররমে সৌদি আরব ওমরার কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ওমরার উদ্দেশ্যে জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আগতদের ফুল দিয়ে বরণ করে নেন দেশটির পাসপোর্ট অধিদফতরের পরিচালক মেজর জেনারেল সুলাইমান বিন আব্দুল আজিজ। খবর আরব নিউজ।

মেজর জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ বলেন, ‘সৌদি আরব নতুন বছরে আগত ওমরা পালনকারীদের গ্রহণ করতে প্রস্তুত।’ গত মাসে সৌদি আরবের হজ ও ওমরা কর্তৃপক্ষ জানিয়েছে যে, নতুন বছরে তারা ১০ মিলিয়ন তথা ১ কোটি ওমরা ভিসা দেয়ার পরিকল্পনা করছে। এ জন্য তারা অনলাইনে ২৪ ঘণ্টায় ভিসা সুবিধা দেবে। কোনো যাত্রীকে দূতাবাসে যেতে হবে না।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যমাত্রা হচ্ছে তারা বছরে প্রায় ৩ কোটি ভিসা দেবে। এসব হজযাত্রীর সেবা দিতে তারা ব্যবসায়িক সব বাধা দূর করবে।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।