জাতীয় সংবাদ

উত্তরার আজমপুরে কিতাবমেলা ৫ ও ৬ সেপ্টেম্বর

সারাদেশে তৃণমূল পর্যায়ে সুসাহিত্য ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহারের উদ্যেোগে ১৭তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা আয়োজিত হচ্ছে উত্তরাস্থ আজপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত পর্যন্ত এ মেলা চলবে।

১৭ তম কিতাবমেলা উদ্বোধন করবেন মেজর অব. আনিসুর রহমান। আয়োজিত কিতাবমেলাতে আরবি উর্দূ কিতাবগুলো বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাবে। এছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্যছাড়া প্রদান করা হবে বলে জানিয়েছেন মেলার আয়োজক কর্তৃপক্ষ।

এবারের কিতাবমেলায় মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা এবং আকিক পাবলিকেশন্সের স্টল থাকবে। এছাড়া দেশি-বিদেশি স্বনামধন্য প্রকাশনীরর উল্লেখযোগ্য গ্রন্থগুলোও পাওয়া যাবে। কিতাবমেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম এবং পার্টনার হিসেবে থাকছে ইসলামটাইমসটোয়েন্টিফোর.কম, ইসলাম প্রতিদিন, ফাতেহটোয়েন্টিফোর.কম, রকমারি.কম এবং ওয়াফিলাইফ.কম।



 

Comment

লেখক পরিচিতি

আশিকুল ইসলাম খান

আমি আশিকুল ইসলাম খান। তাকমিল ( স্নাতক) সম্পন্ন করেছি ২০১৫ সালে টঙ্গী দারুল উলূম মাদরাসা থেকে। আরবী সাহিত্য নিয়ে পড়েছি জামিয়া দারুল আরকাম, বি-বাড়িয়ায়। বর্তমানে ইফতা পড়ছি জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, মিরপুর-১৩। লেখালেখি হাতেখরি সেই বাল্যকালেই শ্রদ্ধেয় মামা মুফতী জহীরুল ইসলাম সাহেবের হাতে । তারপর বেশ কিছু পত্রিকায় কাজ করারও সুযোগ হয়েছে। দীর্ঘ দুই বৎসর পাক্ষিক মুক্ত আওয়াযের টঙ্গী থানা রিপোর্টার হিসেবে কাজ করছি। ইসলাম প্রতিদিনের সাথে জড়িত আছি কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে।