প্রশ্ন : এক ব্যক্তি রমজান মাসের শেষ ১০ দিনকে ইতিকাফের নিয়ত করেছেন। তবে অনিবার্য কারণবশত তিনি তা করতে পারেননি। এ নিয়ত ভঙ্গ হওয়ার ফলে তাঁর করণীয় কী?
উত্তর : প্রশ্নের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি যেহেতু ইতিকাফের শুধু নিয়ত করেছেন, মানত করেননি; তাই এ কারণে তাঁর ওপর ইতিকাফ করা ওয়াজিব হয়নি। তাই ইতিকাফ না করার কারণে তাঁর ওপর কিছুই ওয়াজিব হয়নি।
[তথ্যসূত্র : রদ্দুল মুহতার ২/৪৪১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪২; ফাতাওয়া খানিয়া ১/২২১; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী ৩৮২]সৌজন্যে : মাসিক আল-কাউসার