প্রশ্ন-উত্তর বেসিক ইসলাম রোজা

অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ আদায় সহিহ হবে কি?

প্রশ্ন : অনেক মসজিদে দেখা যায়, ছোট ছোট হাফেজরা তারাবির নামাজ পড়ায়। এভাবে নাবালেগ হাফেজের পেছনে তারাবি নামাজ পড়া জায়েজ আছে কি? যদি না থাকে, তাহলে যে নামাজগুলো নাবালেগ হাফেজের পেছনে পড়া হয়েছে, তা কি কাজা করতে হবে?

উত্তর : তারাবির নামাজেও নাবালেগের পেছনে বালেগের ইকতিদা সহিহ নয়। আর তারাবির যেহেতু কাজা নেই, তাই বিগত দিনের তারাবি কাজা করতে হবে না।

[তথ্যসূত্র : মুসান্নাফ ইবনে আবি শায়বা ৩/২০৬; আল বাহরুর রায়েক ১/৩৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৪৬; হাশিয়া তাহতাবি আলালমারাকি পৃ. ২৮৮; আদ্দুররুল মুখতার ১/১৫৮]

সৌজন্যে : মাসিক আল-কাউসার


 

Comment

লেখক পরিচিতি

ইসলাম প্রতিদিন

ইসলাম প্রতিদিন- এটি ইসলাম প্রতিদিন.কমের একটি অফিসিয়াল আইডি। যাদের নামে ইসলাম প্রতিদিনে কোনো আইডি নেই, আমরা সাধারণত এই আইডির মাধ্যমে তাদের লেখাগুলো ইসলাম প্রতিদিন.কমে প্রকাশ করে থাকি।