বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তানী বংশদ্ভূত মুসলিম তরুণী আকসা মাজিদ মেমন। আঠারো বছর বয়েসি এই নারী বর্তমানে বসবাস করছেন পাকিস্তানের সাকরানে। তাঁর বাবা একজন সাধারণ দোকানী। মেমন জন্মগ্রহণ করেন ১৯৯৯ সালে এবং নিজ শহরেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর ২০১৪ সালের আগস্ট মাসে ভর্তি হন এফআইএ কোর্সে এবং ২০১৫ আগস্টের মধ্যেই সম্পন্ন করেন কোর্সটি।
এফআইএ সম্পন্ন করার পর তিনি ভর্তি হন এসিসিএ-তে। ২০১৭ সালের জুলাইয়ের মধ্যেই অবিশ্বাস্য নম্বর পেয়ে সম্পন্ন করেন এসিসিএ। তখন তার বয়েস মাত্র আঠারো চলছে। সাধারণত নব্বই শতাংশ শিক্ষার্থীই এখানে ভর্তি হয় আঠারো বছর বয়েসে, আর সেখানে মেমন তার কোর্সটিই কমপ্লিট করে ফেলেন এ বয়েসে!
ত্রিমাত্রিক নলেজের ওপরে নেওয়া এই পরীক্ষাটি সম্পন্ন করতে নূন্যতম তিন বছর সময় লাগে। আকসা মজিদ মেমন মাত্র ১৮ বছর চার মাস বয়েসের মধ্যেই এটি সম্পন্ন করতে পারায় তিনি হয়ে যান বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট। তবে বিগত বছরগুলোতে তাকালে দেখা যায়, ভারতীয় বংশোদ্ভূত রামকুমার রুমান আঠারো বছর আটমাসে উল্লিখিত কোর্সটি সম্পন্ন করেন। কিন্তু মেমন সেটিকে আঠারো বছর চারমাসে সম্পন্ন করে উঠে আসেন তালিকার শীর্ষে।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন.কম