‘মুসলিম বিশ্ব’ শব্দটি শোনামাত্রই আমাদের মাথায় কোনো রাষ্ট্রের নাম ভেসে ওঠে? অবশ্যই সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো কোনো দেশের নাম। তাই না? বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়টা এমন। এছাড়া যেসব দেশে মুসলিম সংখ্যা বেশি অনেকেরই ধারনা সে সব দেশেই প্রকৃত ইসলাম পালিত হয় বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো প্রকৃত ইসলাম পালনে এগিয়ে রয়েছে। কিন্তু না, বাস্তবতা বলছে ভিন্ন কথা। অনেকের কাছেই তথ্যটি অবাক লাগা মনে হবে। প্রকৃতপক্ষে ইসলাম পালিত হওয়া দেশেগুলোর তালিকার শীর্ষে নেই উপরোল্লিখিত একটি দেশের নামও। অবাক লাগছে? হ্যাঁ, এমনই অবাক করা তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক জাতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’। পত্রিকাটিতে প্রকাশিত হওয়া এক জরিপমূলক বিবৃতিতে জর্জ ওশিংটন ইউনিভার্সিটির আন্তর্জাতিক ব্যবসা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হুসাইন আশকারি বলেন, ‘মুসলিম দেশগুলো ধর্মটাকে রাষ্ট্র নিয়ন্ত্রণের যন্ত্র হিসেবে ব্যবহার করে।’ তিনি আরও বলেন, ‘আমাদেরকে এটা গুরুত্বের সাথে বোঝা উচিত যে, নিজেদেরকে ইসলামী রাষ্ট্র দাবী করা এমন অনেক দেশ রয়েছে যারা প্রকৃতপক্ষে অন্যায় অবিচারে জড়িত, দুর্নীতিপরায়ণ ও অনুন্নত এবং বাস্তবিক অর্থে তারা আসলে ইসলামী-ই নয়।’
যদি কোনো দেশ, সমাজ কিংবা কোনো সম্প্রদায় অনির্বাচিত, দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী এবং অন্যায়কারী শাসকদের মত আচরণ করে, আইন প্রয়োগে বৈষম্য করে, মানুষের বিকাশের অসম সুযোগ প্রদান করে, ধর্মগ্রহণে স্বাধীনতা না রাখে, সম্পদের যথাযথ বণ্টন না করে, শক্তির দ্বন্দ্ব, আগ্রাসনসহ সর্বোপরি যেকোনো ধরনের অবিচারের বিস্তার ঘটায়- তাহলে এটিই প্রথম প্রমাণ যে, সম্প্রদায়টি কোনো ইসলামী সম্প্রদায়-ই নয়।
ইসলামকে আসলে কোনো ভৌগলিক সীমা দিয়ে বেঁধে রাখা যায় না- এমন চমৎকার ব্যাপারটিই ফুটে উঠেছে এ জরিপের মধ্য দিয়ে। ইকোনমিক ইসলামিসিটির সূচক এবং কোনো দেশের অর্থনীতির ওপরে ইসলামের কতটুকু প্রতিফলনের কথা বিবেচনায় রেখে ২০৮ টি দেশ ও অঞ্চলের ওপরে করা এই জরিপ অনুযায়ী প্রকৃতপক্ষে ইসলামি মূল্যবোধ ও কুরআন শিক্ষার চর্চায় যেসব দেশ এগিয়ে রয়েছে সেগুলেঅ হলো- ১. আয়ারল্যান্ড। ২. ডেনমার্ক। ৩. লুক্সেমবার্গ। ৪. সুইডেন। ৫. যুক্তরাজ্য। ৬. নিউজিল্যান্ড। ৭. সিঙ্গাপুর। ৮. ফিনল্যান্ড। ৯. নরওয়ে। ১০. বেলজিয়াম। এ জরিপে মালয়েশিয়ার অবস্থান ৩৩ তম, কুয়েতের অবস্থান ৪৮ তম এবং সৌদি আরব রয়েছে ১৩১ তম অবস্থানে। অতএব, দেখা যাচ্ছে আমরা সেসব দেশকে ইসলামী রাষ্ট্র হিসেবেই জানি বা মানি প্রকৃত ইসলাম পালনে সেসব দেশের তুলনায় অন্য অমুসলিম দেশ এগিয়ে রয়েছে।