জাতীয় সংবাদ

লালমাটিয়া মাদরাসায় ৬০ বর্ষপূর্তি সম্মেলন

২০ ফেব্রুয়ারি সকালে ঢাকার প্রাচীণ বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি রাতে শেষ হবে। সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম তাশরিফ আনবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানি। এছাড়াও দারুল উলুম দেওবন্দের উস্তায মাওলানা আমিন পালনপুরি এবং মুফতি রাশেদ আযমি মাহফিলে উপস্থিত থাকবেন।

লালমাটিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি শরীফুল ইসলাম সুহাইল জানান, সম্মেলনে প্রায় ১২শতাধিক হিফজ ও তাকমীল সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ি দেয়া হবে। এছাড়াও দেশের শীর্ষ ওলামায়ে কিরাম এই সম্মেলনে যোগদিবেন। এ প্রসঙ্গে লালমাটিয়া শাহী মসজিদের খতিব মুফতি মাসরুরুল হক বলেন, প্রায় সাড়ে তিনশ বছর পুরনো লালমাটিয়া শাহী মসজিদ এদেশের একটি ঐতিহ্য। এর সংলগ্ন মাদরাসাটিও ৬০ বছর অতিক্রান্ত করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ৬০ বছর পূর্তি সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলন উপলক্ষে মাদরাসার ছাত্র ওলামায়ে কিরামের পাশাপাশি বহু ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।

আরো যেসব উলামা এ সম্মেলনে অংশ গ্রহণ করবেন তারা হলেন-  দওয়াতুল উলামার সালমান নদভী, ভারতীয় বংশোদ্ভূত আলেমেদ্বীন ও মাওলানা মাহমুদ হাসান গাংগুহীর খলিফা শায়খ ইবরাহিম আফ্রিকী। এছাড়া, দেশের উলামায়ে কেরামের মধ্য থেকে যারা উপস্থিত থাকবেন, তারা হলেন- মাওলানা আশরাফ আলী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল হালিম বুখারী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মুফতী আবু সাঈদ, মাওলানা হিফজুর রহমান, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী আব্দুল গফফার, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মামুনুল হক,  মাওলানা আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ ও মাওলানা হাসান জামিল প্রমুখ।

Comment

লেখক পরিচিতি

আবু সাঈদ যোবায়ের

জন্ম কুমিল্লায়। পড়াশোনা করেছেন মাদ্রাসায়। বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সম্পন্ন করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক আয়োজিত একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ। লেখালেখি করেন ছোট বেলা থেকেই। ইসলামী সভ্যতা, ইতিহাস মুসলিম বিশ্বের নানা ঘটনা প্রবাহ নিয়ে লেখেন নিয়মিত। আরবী ইংরেজি থেকে অনুবাদও করেন। ইসলাম প্রতিদিনের সাথে আছেন কন্ট্রিবিউটিং রাইটার হিসেবে।