জাতীয় সংবাদ

মাদানীনগর মাদরাসার বার্ষিক ইসলাহী জোড় ২১ ও ২২ ফেব্রুয়ারি  

লিখেছেন সাজ্জাদ আকবর

দেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ ঢাকার দারুল উলূম মাদানীনগর মাদরাসায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়।২১ ২২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে এ জোড় অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে মাহফিলকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থাপনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আত্মশুদ্ধিমূলক এ জোড়ে প্রতি বছর বিশ সহস্রাধিক মুসল্লির আগমন ঘটে। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলাহকামী মানুষেরা দলে দলে বাস ভরে ভরে জমায়েত হন এই অপূর্ব মিলনমেলায়। মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ স্বন্দিপী সর্বশ্রেণীর দীনদার মুসল্লিদের এ মাহফিলে শরিক হওয়ার জন্য দাওয়াত প্রদান করেছেন।

যে সব উলামায়ে কেরাম ইসলাহী জোড় ২০১৯ -এ শরিক হওয়ার সদয় সম্মতি প্রকাশ করেছেন, তারা হলেন- হজরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী (দা.বা.) মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ, হজরত মাওলানা মুফতী আমিন পালনপুরী (দা.বা.)মুহাদ্দিস, দারুলউলুম দেওবন্দ, হজরত মাওলানা মুফতী রাশেদ আজমী (দা.বা.)মুহাদ্দিস, দারুলউলুম দেওবন্দ।

আরো উপস্থিত থাকিবেন হজরত মাওলানা মুফতী আব্দুল মালেক (দা.বা.) আমিনুত তালীম, মারকাযুদ্দাওয়া আল ইসলামী ঢাকা, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জোল হক্ব হবিগঞ্জী (দা.বা. শায়খুল হাদীস, হবিগঞ্জ, হজরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী (দা.বা.)মুহতামীম, মাদ্রাসা নূরে মাদীনা,শায়েস্তাগঞ্জ, আল্লামা নুরুল ইসলাম জিহাদী (দা.বা.) মুহতামীম, মাখজানুল উলূম, খিলগাও ও মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরপুর হুজুর (দা.বা.)ও উপজেলা চেয়ারম্যান, কমলনগর,লক্ষ্মীপুর।

উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত আলেম ও বুজুর্গ মুসলিহে উম্মাহ শায়খ ইদরিস সন্দিপী রহ. ইসলাহী জোড় নামের এ আত্মশুদ্ধিমূলক এ দীনি সংস্কার আন্দোলনের সূচনা করেন। বার্ষিক এ জোড়ের পাশাপাশি জামালপুর, রাজশাহী, সন্দীপসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে এসব জোড় অনুষ্ঠিত হয়ে থাকে।এছাড়াও মাদানীনগর ভিত্তিক ‘তাহরীকে ইসলাহুল উম্মাহ বাংলাদেশ’ -এর অধীনে নারায়ণগঞ্জ, আড়াইহাজার ও নরসিংদীতে প্রতি মাসেই বছরব্যাপী আত্মশুদ্ধিমূলক বিভিন্ন জোড় অনুষ্ঠিত হয়ে থাকে।

Comment

লেখক পরিচিতি

সাজ্জাদ আকবর

আমি সাজ্জাদ আকবর- পড়াশুনা করছি মাদানী নগর মাদরাসায়। পড়াশুনার পাশাপাশি লেখালেখি করা আমার শখ ও নেশা। ইসলাম প্রতিদিনে লিখতে কন্ট্রিবিউটিং রািইটার হিসেবে।