প্রচলিত ভুল বিধান

সমাজে প্রচলিত ১৫টি কুসংস্কার

বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষগুলো অনেক বেশি সহজ-সলর। তারা নিজের অজানতেই অনেকই কিছু-কেই ইসলামের বিধান হিসেবে মনে করে। সমাজের বিভিন্ন কিছুকে তারা কুলক্ষণ-সুলক্ষণ বলে ধারণা করে। আসলে কুলক্ষণ-সুলক্ষণ বলতে ইসলামে কিছু নেই!

পবিত্র কুরআনে মহান আল্লাহপাক এই বিষয়ে ইরশাদ করেছেন, ‘যখন তাদের (ফেরআউন ও তার প্রজাদের) কোন কল্যাণ দেখা দিত তখন তারা বলত, এটা আমাদের জন্য হয়েছে। আর যদি কোন অকল্যাণ হত, তারা তখন মূসা ও তাঁর সাথীদের অলুক্ষণে বলে গণ্য করত’ (সুরা- আরাফ, আয়াত- ১৩১)

আমাদের সমাজের মানুষের মাঝে বিভিন্ন প্রকার কুসংস্কার ছড়িয়ে আছে। এই সকল বিষয়কে বিশ্বাস করা হচ্ছে শির্ক। সমাজে ছড়িয়ে থাকা ১৫ টি কুসংস্কারের কথা তুলে ধারা হলো- ১. ইদুরের কাছে দাঁত চাওয়া। ২. ট্রাকের পিছনে জুতা ঝুলিয়ে রাখা।  ৩. মাজারের ক্ষমতা আছে ধারণা করা। ৪. বাচ্চাদের কপালে ফোটা দেয়া। ৫. পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে না।

৬. জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়। ৭. হাত চুলকালে টাকা আসে। ৮. মাথায় গীট যত বিয়ে হবে তত। ৯. কসম করা। ১০. কুলক্ষণ/কুফা মনে করা। ১১. গণকের কাছে যাওয়া। ১২. হাতের রেখা দেখানো। ১৩. তাগী লাগানো। ১৪. হাতে সুতা বাঁধা। ১৫. তাবিজ ঝুলানো।

Comment

লেখক পরিচিতি

ওয়ালি উল্লাহ সিরাজ

ওয়ালি উল্লাহ সিরাজ। তরুণ লেখক। আলেম ও গবেষক। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে লিখছেন। কাজ করেছেন সুনামধন্য কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে।
বর্তমানে এই তরুণ লেখক আমাদের সময়.কম অনলাইন নিউজ পোর্টালের সহ-সম্পাদক হিসেবে কাজ করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ইসলামি বিভাগের।