আন্তর্জাতিক সংবাদ

জুমআর আজান প্রচার হবে নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় গণমাধ্যমে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরতে আগামী শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিভি নিউজিল্যান্ড ও রেডিও নিউজিল্যান্ডে জুমার নামাজের আজান প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এছাড়া গত শুক্রবার মসজিদে হামলায় নিহতদের উদ্দেশে আগামী শুক্রবার দেশব্যাপী দুই মিনিট রাষ্ট্রীয় নীরবতা পালন করা হবে বলেও জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি আরো বলেন, এ উপলক্ষে এক স্মরণসভারও আয়োজন করা হবে।

হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের শোকে সংহতি জানাতে ক্রাইস্টচার্চের কাশ্মীর স্কুল পরিদর্শন করেন জেসিন্ডা। ওই হামলায় এ স্কুলের দুই শিক্ষার্থী হামজা মুস্তাফা ও সাঈদ মিলন এবং প্রাক্তন শিক্ষার্থী তারিক ওমর নিহত হয়।

 

 

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।