প্রতিবছর একবার পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়। রেশমের সুতায় তৈরি উন্নতমানের এ কাপড়ে লেখা থাকে কোরআনের আয়াত। আপনি কি জানানে এই ক্যালিগ্রাফির মূল শিল্পী কে? গিলাফের এসব ক্যালিগ্রাফির অন্যতম শিল্পী একজন বাংলাদেশি। তার নাম শায়খ মুখতার আলম শিকদার।
দুই দশকের বেশি সময় ধরে তিনি মক্কার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবাস কিসওয়াহতে কাজ করছেন। আরবি লিখনশৈলী সুলুস পদ্ধতি অনুসরণ করে তিনি গিলাফের চারপাশে কোরআনের নির্দিষ্ট আয়াতের ক্যালিগ্রাফি করেন।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে
https://youtube.com/shorts/4qy63u_csDY?si=YnzYl9mpelKt7rWj