মসজিদে ঈদ কাহ হলো চীনের সবচেয়ে বড় মসজিদ। ১৪৪২ খ্রিস্টাব্দে নির্মিত এ মসজিদটি কাশগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। মসজিদের মোট আয়তন ১৬ হাজার আট শ বর্গমিটার। মসজিদের মূল প্রার্থনা কক্ষে একসঙ্গে দুই থেকে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আর পুরো মসজিদ কমপ্লেক্সের ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার। ঈদ কাহ মসজিদটিকে প্রাচীন উইঘুর স্থাপত্যের চমৎকার নিদর্শন ও আধ্যাত্মিকতার প্রতীক মনে করা হয়।
মসজিদ কমপ্লেক্সটি সাতটি অংশে বিভক্ত। মিনার, নামাজের ঘর, সভাকক্ষ, উঠানসহ আরও রয়েছে অতিরিক্ত প্রার্থনা কক্ষ। মুসল্লিদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ সূর্যাস্ত দেখতে এবং অবসর কাটাতে ঈদগাহ মসজিদ কমপ্লেক্সে আসে।
ভিডিও নিউজ দেখতে ক্লিক করুন এই লিংকে
https://youtube.com/shorts/KmA3OVyu_Ok?si=rYxhBXA3o6A92sVb