ফিচার

বিজয় দিবস ও ইসলাম

ধীনতা মুসলিম জাতির জন্য আল্লাহ মহানের বিশেষ নেয়ামত। আর বিজয় দিবস হলো সেই স্বাধীনতা আন্দোলনের প্রাণ। মূলশক্তি। বিজয় আর স্বাধীনতা- পয়সার এপিঠ-ওপিঠ। মহান আল্লাহর মহান নেয়ামত বিজয়। মুক্তি। স্বাধীনতা। বাঙালি জাতি হিসেবে ধন্য আমরা, আল্লাহ মহান স্বাধীনতার নেয়ামত বা বিজয় দানে সিক্ত করেছেন আমাদেরকে। বিজয় বা স্বাধীনতা যে কত বড় আকারের নেয়ামত, যারা এই নেয়ামত থেকে বঞ্চিত- তারাই কেবল এর প্রকৃত ভুক্তভোগী। ‘কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে’।
ইসলামের ইতিহাস বিজয়ের চেতনায় সমৃদ্ধ। ইসলামের নবী হজরত মোহাম্মাদ (সা.) কখনোই ব্যক্তিগত চাহিদা বা মনের আক্রোশ মেটানোর চেতনায় যুদ্ধ করেননি। তাঁর সব যুদ্ধ ছিল মজলুম মানবতার মুক্তিলাভের যুদ্ধ এবং মক্কা বিজয় ছিল তাঁর জীবনের শ্রেষ্ঠ বিজয় দিবস। আমাদের একাত্তরের স্বাধীনতা আন্দোলনের মধ্যে নবীজির (সা.) আদর্শ চেতনার মিল পাওয়া যায়। মজলুম মানবতার মুক্তিকামী দৃষ্টিকোণ থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ নবীজির (সা.) স্বাধীনতা আন্দোলনের আদর্শের বহিঃপ্রকাশ।
বাঙালি মুসলিম জাতি হিসেবে আমরাও গর্বিত। স্বাধীনতার ইতিহাস আছে আমাদের, আছে একটি বিজয় দিবস।
১৬ ডিসেম্বর এমনই একটি বিশেষ দিবস, যা বাঙালি জাতির জন্য গৌরবের। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধ ছিল এ জাতির এক কঠিন অগ্নিপরীক্ষা। যাদের চোখ আছে, মন আছে, আছে অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক নজর, যারা চিন্তা করেন আল্লাহ তায়ালার দান ও নেয়ামত নিয়ে, তারাই কেবল বুঝতে পারেন ১৬ ডিসেম্বরের বিজয় শুধু আল্লাহর খাস রহমত, বিশেষ করুণা ও তাঁর পক্ষ থেকে প্রদান করা বিজয় বৈ কিছু নয়।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।

কমেন্টস করুন