চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম দমননীতি বন্ধ না করা পর্যন্ত চীনা কর্মকর্তাদের মার্কিন ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক টুইটবার্তায় এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনের ২৮টি প্রতিষ্ঠানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিষেধাজ্ঞা আরোপের পরদিনই এমন ঘোষণা দিলেন পম্পেও।
পম্পেও তার টুইটে জানান, চীনের সব সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কর্মকর্তা যারা উইঘুরদের দমন-নিপীড়নের সঙ্গে জড়িত তাদের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনকে অবশ্যই তাদের দমননীতি ও নজরদারির ইতি টানতে হবে। জিনজিয়াং থেকে মুসলিম ও তাদের সংস্কৃতি মুছে দিতে চীন জোরপূর্বক সেখানকার দশ লাখ মুসলিম নাগরিককে নিষ্ঠুর উপায়ে অবরুদ্ধ করে রেখেছে।
China has forcibly detained over one million Muslims in a brutal, systematic campaign to erase religion and culture in Xinjiang. China must end its draconian surveillance and repression, release all those arbitrarily detained, and cease its coercion of Chinese Muslims abroad.
— Secretary Pompeo (@SecPompeo) October 8, 2019
পাম্পেও আরও দাবি জানান, চীনের মুসলিমদের মুক্তি দিতে হবে ও তাদের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। এই আদেশ ওইসব কর্মকর্তার পরিবারের সদস্যদের ওপরও কার্যকর হবে। এমনকি তাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে পড়াশুনার জন্য আবেদন করলে তাও বাতিল করে দেয়া হবে।
ওকে/এমএইচ