আন্তর্জাতিক সংবাদ

দুই মাস বন্ধ থাকবে উমরাহ ভিসা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৭ জুন থেকে উমরাহ ভিসার জন্য আবেদন গ্রহণ করা বন্ধ রেখেছে। আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের উমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। মক্কা ডেইলির প্রতিবেদনের বরাত দিয়ে গণমাধ্যম সৌদি গ্যাজেট এ কথা জানিয়েছে।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড উমরাহ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ বিন বাদি জানান, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের উমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা হবে। এটির মেয়াদ হবে এক মাস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর হজকে সামনে রেখেই সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে আগামী ১৬ আগস্ট থেকে আবার উমরাহ ভিসা চালু হবে। জানা গেছে, ২০১৯ সালে এখন পর্যন্ত ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬টি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে। এসব হাজিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এসেছেন পাকিস্তান থেকে। এরপরেই ইন্দোনেশিয়া, ভারত, মিসর, আলজেরিয়া, ইয়েমেন, তুরস্ক, মালয়েশিয়া, ইরাক ও জর্ডানের অবস্থান।

Comment

লেখক পরিচিতি

জাহিদ হাসান মিলু

আমি জাহিদ। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে।
জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম।
আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়। তারপর? তারপর আর কি- এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে।
দায়ী হওয়ার স্বপ্ন আমার সবথেকে বড় স্বপ্ন। স্বপ্নটি পূরণ করতেই পড়ছি, শুনছি, দেখছি, শিখছি এবং অপেক্ষা করছি।