আন্তর্জাতিক সংবাদ

জাপানে অবিশ্বাস্য হারে বাড়ছে মুসলিমদের সংখ্যা

Featured Video Play Icon
লিখেছেন ফজলে রাববি

একটি সমীক্ষায় দেখানো হয়েছে, জাপানে গত কয়েক বছরে এক লাখ ১০ হাজার থেকে ২ লাখ ১০ হাজার মানুষ নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফলে ধারণা করা হচ্ছে, জাপানে ইসলাম হবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। টানাডা হিরোফুমি অব ওয়াসেডা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত তথ্যমতে, দ্বিগুণের চেয়েও অধিক হারে মুসলমানদের সংখ্যা বাড়ছে জাপানে। একটি প্রতিবেদন বলা হয়েছে, ২০১০ সালে জাপানে মুসলিমের সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার। গবেষকরা ধারণা করছেন, ২০২১ সালের শেষনাগাদ এ সংখ্যা গিয়ে পৌছবে ৩ লাখ ৩০ হাজারে।

Comment

লেখক পরিচিতি

ফজলে রাববি

ফজলে রাববি— তরুণ আলেমেদ্বীন ও মিডিয়াকর্মী। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার থানাপাড়ায় তার জন্ম। পিতার নাম খাইরুল ইসলাম সরকার। দুই ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ফজলে রাববি।
মায়ের একান্ত ইচ্ছায় শৈশবেই মাদ্রাসা শিক্ষায় যাত্রা শুরু হয়। এরপর মা ও বড় বোনের উৎসাহ-অনুপ্রেরণায় এগিয়ে চলা। ছোটবেলা থেকেই স্বপ্নবাজ একজন মানুষ তিনি।
কওমি মাদ্রাসা শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাধারাতেও পড়াশুনা করছেন রাববি। বর্তমানে দেশের অন্যতম বিদ্যাপিঠ পাহাড়ঘেরা মায়াহরিণের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে অধ্যয়ন করছেন।
পড়াশুনার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় রয়েছে সরব উপস্থিতি। রেডিও, টেলিভিশন ও দেশি-বিদেশী মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। এছাড়াও তার রয়েছে দাওয়াহ ও সেবামূলক কাজে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ।
মিডিয়ার মাধ্যমে ইসলামের বাণীকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। আরো বহুদূর যেতে চান তরুণ এই স্কলার। বর্তমানে কাজ করছেন ইসলাম প্রতিদিনের ইন্টারন্যাশনাল ডেক্সের ইনচার্জ হিসেবে।