আন্তর্জাতিক সংবাদ

নরওয়েতে সবচেয়ে জনপ্রিয় ‘মোহাম্মদ’ নাম

লিখেছেন সাজ্জাদ আকবর

নরওয়ের রাজধানী অসলোতে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। ২০০৮ থেকে গত ১১ বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জানা গেছে, নরওয়ের রাজধানী অসলোতে অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের নামকে টপকে মোহাম্মদ নামটি প্রথম হয়েছে। সংবাদ বিবিসি নিউজ

অন্যদিকে লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।  এর আগে একটি জরিপে বৃটেনেও দেখা যায় একই চিত্র। সেখানকার অধিবাসীদের মধ্যেও সবচে বেশি ব্যবহৃত নাম মোহাম্মদ। প্রসঙ্গত, অসলোতে মুসলমানদের সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এখানে মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ  ইসলাম ধর্মের অনুসারী। সেখানে পাকিস্তান, সোমালিয়া, ইরাক ও মরক্কোর অভিবাসীরা একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে।

Comment

লেখক পরিচিতি

সাজ্জাদ আকবর

আমি সাজ্জাদ আকবর- পড়াশুনা করছি মাদানী নগর মাদরাসায়। পড়াশুনার পাশাপাশি লেখালেখি করা আমার শখ ও নেশা। ইসলাম প্রতিদিনে লিখতে কন্ট্রিবিউটিং রািইটার হিসেবে।