জাতীয় সংবাদ

‘মাদানী চত্বর’ উদ্বোধন হলো সিলেটে

লিখেছেন তারিক আজিজ

নতুন নামকরণ করা হয়েছে সিলেট নগরীর ঐতিহ্যবাহী নয়াসড়ক চত্বরের। এ চত্বরের নতুন নাম ‘মাদানী চত্বর’। রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ চত্বরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর ছেলে মাওলানা সাইয়্যেদ আসজাদ মাদানী। জানা যায়, আওলাদে রাসূল হজরত মাওলানা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানীর (রহ.) নাম অনুসারে এ চত্বরটির নতুন নামকরণ করা হয়েছে।

উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটের ইসলামী মূল্যবোধ বিকাশের ইতিহাসে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানির নাম এখনও ঘরে ঘরে। তিনি বলেন, উপমহাদেশের এই ধর্মীয় ব্যক্তিত্বের সঙ্গে নয়াসড়ক জামে মসজিদের অনেকদিনের স্মৃতি বিজড়িত।

তিনি আরো বলেন, ১৯২২ সাল থেকে তিনি (হোসাইন আহমদ মাদানী) সিলেটের সঙ্গে সম্পর্কিত হন। প্রথম দিকে একটানা তিন বছর অবস্থান করেন। পরে ১৯৪৭ পূর্ববর্তী সময়ে প্রতিবছর রমজান মাসে সিলেট আসতেন। তাঁর কেন্দ্র ছিল ঐতিহাসিক নয়াসড়ক জামে মসজিদ। তাই তাঁর স্মৃতি সংরক্ষণের জন্যই নয়াসড়ক পয়েন্টকে ‘মাদানী চত্বর’ নামে নামকরণ করা হয়েছে।

সিলেট নগরীতে নাগরী চত্বর, কদম চত্বরসহ বিভিন্ন চত্বর রয়েছে। সিলেটের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে চত্বরগুলো নির্মাণ করছে সিটি করর্পোরেশন। এর ধারাবহিকতায় মাদানী চত্বর উদ্বোধন করা হয়।

Comment

লেখক পরিচিতি

তারিক আজিজ

আমি তারিক আজিজ। ঘুরে-বেড়ানো আমার প্রথম শখ ও আনন্দ। সাংবাদিকতা, লেখালেখি আর উদ্ভাবনমূলক বিষয়কে একীভূত করে নিয়েছি জীবনের সঙ্গে। ছোট্ট একটি মানুষ স্বপ্নবাজ হয়ে ভাবনা-কাজের জগতেই থাকতে ভালবাসি। নির্জন-নির্মল প্রকৃতি আমায় অনেক কিছু শিখিয়ে বেড়ায়। তাই নিরন্তর সৃষ্টির গল্প খুঁজে ফিরি...!