প্রশ্ন : কোনো কোনো এলাকায় মাগরিবের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কোনো ধরনের স্বপ্ন বলা ও স্বপ্নের ব্যাখ্যা প্রদান করাকে কুলক্ষণ মনে করা হয় এবং দোষনীয় ভাবা হয়। শরীয়তের এর কোনো ভিত্তি আছে কি?
উত্তর : না, এসময় স্বপ্ন বলা এবং এর ব্যাখ্যা করতে শরীয়তের দৃষ্টিতে দোষের কিছু নেই। এটাকে কুলক্ষণ বলার কোনো সুযোগ ইসলামী বিধানে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন এবং তার ব্যাখ্যা করতেন। সুতরাং কেউ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তার জন্য উত্তম সময় এটিই। কেননা, এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে। ফলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। [তথ্যসূত্র : উমদাতুল কারী ২৪/১৭১;ইরশাদুস সারী ১৪/৪৯০; ফাতহুল বারী ১২/৪৫]
কমেন্টস করুন