জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের দাম্মামে। সভা-সঞ্চালক কবি রবিউল খন্দকারের উপস্থাপনায় ও মাওলানা মুরতুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দাম্মাম ও সৌদি প্রবাসী লেখক-সাহিত্যিক উপিস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসের গল্প সিরিজের সম্পাদক ও প্রবাসী সংগঠক হাফেজ শাহাদাত হুসাইন।
সভায় বক্তারা বলেন, জাতীয় লেখক পরিষদের বার্তা ইতিমধ্যেই প্রবাসী লেখকদের কাছে পৌঁছে গেছে। এতে প্রবাসী লেখকরা আশার আলো দেখছে। এটা পরিষদের বড় সফলতা। তা ছাড়া প্রতিষ্ঠার পূর্বেই পরিষদ সবাইকে আস্থায় আনতে পেরেছে। সৌদি আরবের বিভিন্ন শহরে অবস্থানরত কবি সাহিত্যিকরাও অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করেন এবং জাতীয় লেখক পরিষদের ব্যানারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জাতীয় লেখক পরিষদ সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক হাফেজ শাহাদাত হুসাইন যুগ্ম আহ্বায়ক মাওলানা মুরতুজা খান, সদস্য সচিব কবি রবিউল খন্দকার।
এ ছাড়া সদস্যরা হলেন, মাওলানা আসগর আলী, মাইন চৌধুরী, মুফতী আবদুর রহমান মুফতী শোয়াইব, শাহাদুল ইসলাম, মোবারক হোসেন, এরশাদুল ইসলাম, খোরশেদ আলম, হাফেজ মনিরুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, কবি বোরহান সুমন, আবু বকর মোহাম্মদ রিজওয়ান, কবি মোহাম্মদ আল আমিন, রেজওয়ান আহমাদ ও শাহাদাত আল মাহদী প্রমুখ।
ওকে/এমএইচ